প্রথম দিনেই জ‌মে উঠে‌ছে রাজবাড়ীর লোকজ মেলা

0
0


উদ্বোধ‌নের পর প্রথম দিনেই জমে উঠে‌ছে নববর্ষ উপল‌ক্ষে আয়ো‌জিত রাজবাড়ী লোকজ মেলা। উদ্বোধ‌নের দিনেই দর্শনার্থী‌দের পদচারণায় মুখ‌রিত হ‌য়ে ওঠে মেলা প্রাঙ্গণ।

সোমবার (১৪ এপ্রিল) সকা‌লে জেলা প্রশাস‌নের বর্ষবরণ আনন্দ শোভাযাত্রার পর মেলার উদ্বোধন করা হয়। বীর মু‌ক্তি‌যোদ্ধা শহীদ খু‌শি রেলও‌য়ে ময়দা‌নে তিন দিনবাপী এ মেলার উদ্বোধন ক‌রেন জেলা প্রশাসক সুলতানা আক্তার।

এদি‌কে, দীর্ঘদিন পর রাজবাড়ী‌তে মেলা আয়োজন করায় বিকে‌লে মেলায় ঢল না‌মে দর্শনার্থী, ক্রেতাসহ সাধারণ মানুষের।

মেলায় র‌য়ে‌ছে নাগর‌দোলা ও চর‌কি। এছাড়া ‌পোশাক, চু‌ড়ি-মালা, হা‌তে তৈ‌রি ঘর সাজা‌নোর ‌জি‌নিস, মুখ‌রোচক খাবারসহ নানান জি‌নিসপত্রের পসরা নি‌য়ে ব‌সে‌ছেন দোকা‌নিরা।

কথা হয় মেলায় আসা সুমন, আঞ্জুমান আরা ও আতিকসহ বেশ কয়েকজনের সঙ্গে। জাগো নিউজকে তারা ব‌লেন, বা‌ণিজ‌্য মেলার ক‌য়েক বছর পর এবার বৈশাখ উপল‌ক্ষে রাজবাড়ী‌তে এই মেলার আয়োজন ক‌রে‌ছে প্রশাসন। তারপরও মেলায় লাইটিং সহ অনেক কিছুর কম‌তি আছে। ত‌বে প‌রিব‌র্তিত প‌রিস্থি‌তিতে সবাই এই মেলা উপ‌ভোগ কর‌ছেন। যে কার‌ণে মেলা দর্শনার্থী‌দের পদচারণায় মুখ‌রিত হ‌য়ে উঠে‌ছে।

রুবেলুর রহমান/কেএসআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।