জাপানসহ উন্নত বিশ্বে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে

0
0


বিনামূল্যে প্রশিক্ষণ এবং প্রশিক্ষণ শেষে বিনা অভিবাসন ব্যয়ে জাপানসহ উন্নত বিশ্বে ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ড. আসিফ নজরুল।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক সমঝোতা স্মারক সই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

জাপানে দক্ষ জনশক্তি রপ্তানির লক্ষ্যে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর স্পেসিফাইড স্কিল ওয়ার্কার্স ক্যাটাগরিতে বাংলাদেশি কর্মীদের প্রশিক্ষণ ও সনদায়ন বিষয়ে কর্মসংস্থান মন্ত্রণালয়ের সঙ্গে এই সমঝোতা স্মারক সই করে জাপানের অনোডোরা ইউজার রান ইনকরপোরেটেড।

ড. আসিফ নজরুল বলেন, জাপান বাংলাদেশিদের জন্য অত্যন্ত প্রিয় একটি গন্তব্য। এরই মধ্যে কারিগরি প্রশিক্ষণ প্রোগ্রামের আওতায় ৬৯৫ জন টেকনিক্যাল ইনটার্ন জাপানে গিয়েছেন। সমঝোতা স্মারকের ফলে জাপানে আগামী দিনগুলোতে আরও অধিক সংখ্যক জনবল পাঠানো সম্ভব হবে।

বিভিন্ন ট্রেডে বিশেষত কেয়ার গিভার, ইন্ডাস্ট্রিয়াল প্যাকেজিং, প্লাস্টিক মোল্ডিং, রড বাইন্ডিং, স্ক্যাফোল্ডিং, ওয়েল্ডিং, কারপেইন্টিং, অটোমোবাইল ম্যাকানিক ইত্যাদি ট্রেডে বাংলাদেশিরা প্রশিক্ষণের সুযোগ পাবে বলেও তিনি উল্লেখ করেন।

আরএএস/এমকেআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।