তিন মাসে সৈকতে মিললো ১৩০ মা কাছিমের মরদেহ

0
0


কক্সবাজারের উখিয়া-টেকনাফের সমুদ্র সৈকতে চলতি বছরে তিন মাসে ১৩০টি মা কাছিমের মরদেহ উদ্ধার হয়েছে। পরে সেগুলো মাটিচাপা দেওয়া হয় বলে জানিয়েছেন নেচার কনজারভেশন ম্যানেজমেন্টের (নেকম) প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনা ও জলবায়ু পরিবর্তন ম্যানেজার আব্দুল কাইয়ুম।

তিনি জানান, জেলেদের জালে আটকে গেলে তারা কাছিমের হাত-পা কেটে দিলে অতিরিক্ত রক্তক্ষরণে সেগুলো মারা যায়। এছাড়াও দূরপাল্লার বিভিন্ন জাহাজ বা কার্গোর সঙ্গে ধাক্কা লেগেও অনেক কাছিম মারা যায়।

তিনি বলেন, গত এক দশকে নেকমের গবেষণায় উঠে এসেছে কাছিমের ৫২টি ডিম পাড়ার স্থানে এখন ৩৪-এ নেমে এসেছে। তাই এখনই দরকার প্রয়োজনীয় পদক্ষেপ ও সমন্বিত সৈকত ব্যবস্থাপনাসহ সরকারী পরিকল্পনা।

জাহাঙ্গীর আলম/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।