সিরাজগঞ্জে বিএনপির ৮ নেতার পদ স্থগিত

0
1


দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সিরাজগঞ্জের উল্লাপাড়া ও এনায়েতপুরে বিএনপির আট নেতার পদ স্থগিত করা হয়েছে। একই সঙ্গে দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের তিন নেতার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে।

শুক্রবার (২ মে) রাত ৯টার দিকে সিরাজগঞ্জ জেলা বিএনপির দফতর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ সই করা দুটি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

দলীয় পদ স্থগিত হওয়া নেতারা হলেন- উল্লাপাড়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক হেলাল সরকার, সাবেক সদস্য মিজানুর রহমান, পৌর বিএনপির সাবেক সভাপতি বেল্লাল হোসেন, সাবেক সদস্যসচিব মুকুল হোসেন, সদস্য আশরাফুল ইসলাম মিন্টু, পঞ্চকোষী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হায়দার আলী, বড়হর ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক সাখাওয়াত হোসেন সাবু ও এনায়েতপুর থানার জালালপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুর রশিদ সরকার।

এদিকে উল্লাপাড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু হাসান অভি, উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক শাহ জালাল ও পৌর ছাত্রদলের সাবেক সভাপতি খোকনের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট দলের কাছে সুপারিশ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বিএনপির আট নেতার প্রাথমিক সদস্যপদসহ সকল পদ স্থগিত ও দলটির সহযোগী সংগঠনের তিন নেতার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে জেলা বিএনপি।

জানা যায়, গত ১৭ এপ্রিল সন্ধ্যায় উল্লাপাড়া পৌরবাস টার্মিনালে পৌর জামায়াত নেতা হাফিজুর রহমানের সঙ্গে থাকা ৫-৬ জন ও উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব আজাদ হোসেনের সঙ্গে থাকা কয়েকজনের চাঁদা উত্তোলনের ঘটনাকে কেন্দ্ৰ করে সংঘর্ষ বাঁধে। পরে সেনাবাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। কিন্তু পরদিন ১৮ এপ্রিল উপজেলা মসজিদে জুমার নামাজ শেষে রামকান্তপুর গ্রামের বিভিন্ন মতের জনগণ আজাদ হোসেনের ওপর হামলা চালিয়ে গুরুতর আহত করে।

পরে এ ঘটনায় হাফিজুর রহমানকে গ্রেফতার করে পুলিশ। এসব ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতা থাকায় আটজনের পদ স্থগিত করা হয়েছে বলে জানান নেতাকর্মীদের কয়েকজন।

এম এ মালেক/এমএন/এমকেআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।