রাজধানীর কদমতলী থানার জুরাইন কলেজ রোড মিরু সড়ক এলাকায় নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পৃষ্টে মো. জাকিরুল ইসলাম (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) বেলা ১১টার দিকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতকে নিয়ে আসা দম্পতি ইমরান/রিপা বলেন, জুরাইন কলেজ রোড এক নম্বর মিরু সড়ক এলাকায় আমার নির্মাণাধীন ভবনে সকাল ৬টার দিকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখি। পরে পুলিশের সহযোগিতায় দ্রুত ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি বলেন, আমাদের নির্মাণাধীন ভবনের বৈদ্যুতিক তার চুরি করার উদ্দেশ্যে বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করতে গেলে সেখানেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে থাকে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢামেক হাসপাতালে রয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।
তিনি জানান, আমরা জানতে পেরেছি নির্মাণাধীন ভবনে তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়েছে। তবুও ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে।
এমআরএম/জিকেএস