বান্দরবানের দুর্গম পাহাড়ে প্রাথমিক বিদ্যালয় স্থাপন করলো বিজিবি

0
1


শিক্ষাবঞ্চিত প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে শিক্ষার আলো পৌঁছে দেওয়ার লক্ষ্যে পার্বত্য জেলা বান্দরবানের দুর্গম সীমান্তবর্তী এলাকায় নিজেদের উদ্যোগে একটি প্রাথমিক বিদ্যালয় স্থাপন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবির আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি)-এর ব্যবস্থাপনায় অধীনস্থ ওয়াংরাইপাড়া বিওপির উদ্যোগে থানচির রেমাক্রি ইউনিয়নের দুর্গম সীমান্তবর্তী ত্রিমতি কারবারি পাড়ায় প্রথমবারের মতো এই প্রাথমিক বিদ্যালয় স্থাপন করা হয়েছে।

শুক্রবার (২ মে) বিজিবির আলীকদম ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মেহেদী বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে বিদ্যালয়টির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এসময় তিনি ২৫ জন শিক্ষার্থীর মাঝে প্রাথমিকের পাঠ্যবই, শিক্ষা উপকরণ, বিস্কুট ও চকলেট বিতরণ করেন।

অনুষ্ঠানে এলাকার হতদরিদ্র আরও ২০টি পরিবারের মাঝে মশারি বিতরণ এবং উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত ছাত্র-ছাত্রীদের এককালীন আর্থিক অনুদান দেওয়া হয়। বিকেলে বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

অত্যন্ত দুর্গম এই ওয়াংরাইপাড়ায় এর আগে কোনো শিক্ষাপ্রতিষ্ঠান না থাকায় এলাকার পাঁচটি পাড়ার ৪২টি পরিবারের শিশুরা প্রাতিষ্ঠানিক শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত ছিল। বিজিবির সার্বিক তত্ত্বাবধান ও আর্থিক সহায়তায় স্থানীয় কারবারি ও জনগণের সম্মিলিত প্রচেষ্টায় নির্মিত এ বিদ্যালয়টি শুক্রবার উদ্বোধন করা হয়।

আলীকদম ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আব্দুল্লাহ আল মেহেদী বলেন, দুর্গম পার্বত্য অঞ্চলে বিজিবি শুধু সীমান্তরক্ষার দায়িত্বই পালন করছে না‌, বরং মানবিক ও সামাজিক দায়বদ্ধতা থেকে সবসময়ই বিভিন্ন জনকল্যাণমূলক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডের মাধ্যমে পাহাড়ি ও বাঙালিদের মধ্যে সম্প্রীতির বন্ধন সুদৃঢ় করতে অগ্রণী ভূমিকা রাখছে। এরই ধারাবাহিকতায় দুর্গম এই সীমান্তবর্তী এলাকায় শিক্ষার আলো ছড়িয়ে দিতে একটি প্রাথমিক বিদ্যালয় স্থাপন করলো বিজিবি।

এমডিআইএইচ/এমকেআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।