পরিবেশ অধিদপ্তরের অভিযান, ১৪ মামলায় ৪৪ লাখ টাকা জরিমানা আদায়

0
0


পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক পরিবেশ অধিদপ্তর মঙ্গলবার (৮ এপ্রিল) বরগুনা, নোয়াখালী, মানিকগঞ্জ, রংপুর ও লক্ষ্মীপুরে ৫টি মোবাইল কোর্ট পরিচালনা করে।

এই অভিযানে ১৪ মামলায় ৪৪ লাখ টাকা জরিমানা আদায় করা হয়। ১০টি ইটভাটার চিমনি ও কাঁচা ইট ভেঙে ফেলা হয়। ১টি ইটভাটার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। একজনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

পরিবেশ অধিদপ্তরের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে আরও বলা হয়েছে, মঙ্গলবার সুপ্রিম কোর্ট এলাকায় মাত্রাতিরিক্ত কালো ধোঁয়া নির্গমনের দায়ে ৬টি মামলায় ১৫৫০০ টাকা জরিমানা আদায় করা হয়। শান্তিনগর ও শরীয়তপুরে নিষিদ্ধ পলিথিন উৎপাদনের দায়ে ২টি মোবাইল কোর্ট পরিচালনা করে ১টি মামলায় ১০০০ টাকা জরিমানা আদায় ও ২২ কেজি পলিথিন জব্দ করা হয়। সুপারশপসহ দোকানদারদের ও জনগণকে সতর্কবার্তা দেওয়া হয়।

ওই প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ পুরানা পল্টনে নির্মাণসামগ্রীর মাধ্যমে বায়ুদূষণের দায়ে ১টি মামলায় ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। ধানমন্ডিতে শব্দ দূষণের দায়ে ৫ মামলায় ৫০০০ টাকা জরিমানা এবং পাঁচটি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়।

এছাড়া, গত ০২ জানুয়ারি ২০২৫ থেকে ০৮ এপ্রিল ২০২৫ পর্যন্ত সারাদেশে ৭৬২টি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। বায়ু ও শব্দ দূষণ, নিষিদ্ধ পলিথিন, ঝুঁকিপূর্ণ বর্জ্য ও অবৈধ ইটভাটা বন্ধে এই অভিযান চালানো হয়। এই সময়কালে ১ হাজার ৬২৬টি মামলায় মোট ২৩ কোটি ছাপ্পান্ন লাখ বাহাত্তর হাজার একশ টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযানে ৪৩৪টি অবৈধ ইটভাটা বন্ধ করা হয়। এর মধ্যে অনেকগুলোর চিমনি ও কাঁচা ইট ভেঙে দেওয়া হয়। ২০৫টি ইটভাটা বন্ধে কঠোর নির্দেশনা দেওয়া হয়। ১২৪টি ভাটার কাঁচা ইট ধ্বংস এবং একটি ভাটার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। একজনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। ৬টি প্রতিষ্ঠান থেকে ৭টি ট্রাকে করে সীসা ও ব্যাটারী গলানোর যন্ত্রপাতি জব্দ করে কারখানাগুলো বন্ধ করা হয়।

পরিবেশ অধিদপ্তর পরিবেশ সংরক্ষণে কঠোর অবস্থান অব্যাহত রাখবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

আরএএস/এএমএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।