চাঁদপুরে গ্যাস অনুসন্ধানে বাপেক্সের পরীক্ষামূলক কূপ খনন

0
0


চাঁদপুরের মতলব উত্তর উপজেলার গ্যাস অনুসন্ধানে পরীক্ষামূলক কূপ খনন করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স)।

শুক্রবার (২ মে) সকালে উপজেলার কলাকান্দা ইউনিয়নের দশানী গ্রামে বাপেক্সের একটি কারিগরি দল এলাকায় এসে ভূ-তাত্ত্বিক পরীক্ষা-নিরীক্ষা চালায়।

স্থানীয়রা জানান, গত তিনদিন ধরে বাপেক্সের লোকজন এলাকায় অবস্থান করে বিভিন্ন পরীক্ষা চালাচ্ছেন। শুক্রবার সকালেও তারা প্রায় তিন থেকে চার ঘণ্টা কাজ করেন।

মজিবুর রহমান নামে স্থানীয় বাসিন্দা বলেন, কারিগরি দল মাটির নিচে পাইপ বসিয়েছে এবং এখান থেকে পলিথিনে করে কিছু মাটির নমুনা নিয়ে গেছে। জানিয়েছে, ১০ দিন পর আবার পরীক্ষা করতে আসবেন। তারা কী খুঁজে পাবেন, তা আমরা জানি না।

বাপেক্সের বিআরএম প্রকল্প ব্লক-৯ এর প্রকল্প ব্যবস্থাপক মো. ইলিয়াস বলেন, এখানে আপাতত যন্ত্রপাতির কার্যকারিতা যাচাই করা হচ্ছে। মূল অনুসন্ধান কাজ জুন মাস থেকে শুরু হবে। এই অনুসন্ধানের সূচনা হয়েছে লক্ষ্মীপুরের রামগঞ্জ থেকে, আর মতলব উত্তরে পূর্ণাঙ্গ কাজ শুরু হতে জুলাই-আগস্ট পর্যন্ত সময় লাগতে পারে।

তিনি আরও জানান, বর্তমানে এখানে কোনো গ্যাসের মজুত পাওয়া যায়নি। অনুসন্ধান শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিত করে কিছু বলা যাবে না। চূড়ান্ত রিপোর্টের ভিত্তিতে বিশেষজ্ঞরা বলতে পারবেন কোথায় গ্যাস বা তেলের সম্ভাব্য খনি রয়েছে।

শরীফুল ইসলাম/এমকেআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।