ইউপিজি লিডারশিপে দক্ষিণ এশিয়ায় বিজয়ী শাবিপ্রবির রাজু

0
0


ইউনাইটেড পিপল গ্লোবালের (ইউপিজি) লিডারশিপ প্রোগ্রামে দক্ষিণ এশিয়ায় সর্বোচ্চ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) পলিটিক্যাল স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মো. ইব্রাহীম আলী রাজু। এর ফলে ফুল-ফান্ডেড স্কলারশিপে যুক্তরাষ্ট্রের হারিকেন আইল্যান্ডে সপ্তাহব্যাপী লিডারশিপ ট্রেইনিংয়ে অংশ নেবেন তিনি।

জানা যায়, ২০২৪ সালে এ প্রোগ্রামের জন্য সারা বিশ্ব থেকে ১৩ হাজারেরও বেশি আবেদনকারীর মধ্য থেকে এক হাজার জনকে অনলাইনে নয় সপ্তাহব্যাপী প্রশিক্ষণের জন্য নির্বাচিত করা হয়। প্রশিক্ষণ শেষে তাদের মধ্যে থেকে ৫০০ জনকে সার্টিফাইড লিডার হিসেবে ঘোষণা করা হয়। এর মধ্যে নেতৃত্বগুণ, দক্ষতা ও সক্রিয় অংশগ্রহণের ভিত্তিতে সর্বোত্তম ৬০ জনকে যুক্তরাষ্ট্রের হারিকেন আইল্যান্ডে এক সপ্তাহব্যাপী বিশেষ লিডারশিপ প্রোগ্রামে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়।

বিশ্বের বিভিন্ন অঞ্চলের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে দক্ষিণ এশিয়া অঞ্চল থেকে উন্মুক্ত ভোটের মাধ্যমে দুজন প্রতিনিধি নির্বাচিত করা হয়। দক্ষিণ এশিয়ার অন্যতম প্রতিনিধি হিসেবে বাংলাদেশ থেকে ইব্রাহীম আলী রাজু নির্বাচিত হয়েছেন এবং তিনি হারিকেন আইল্যান্ডে এ অঞ্চলের প্রতিনিধিত্ব করবেন।

এ বিষয়ে ইব্রাহীম আলী রাজু বলেন, ‘এ জয় আমি উৎসর্গ করছি দেশের প্রতিটি মানুষকে, যারা একটি করে ভোট দিয়ে, দোয়া করে, শুভকামনা জানিয়ে আমার পাশে ছিলেন। এটি শুধুই আমার সাফল্য নয়, বাংলাদেশের, আমাদের যুবসমাজের এবং আমাদের টেকসই স্বপ্নের জয়।’

তিনি বলেন, ‘এ যাত্রায় অনেক মানুষের সহযোগিতা পেয়েছি। আমি তাদের কাছে কৃতজ্ঞ। যুক্তরাষ্ট্রে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করবো, এটি আমার জন্য সৌভাগ্যের।’

দক্ষিণ এশিয়ার প্রতিনিধি হওয়ার সুযোগ পাওয়ায় রাজুকে অভিনন্দন জানিয়ে ইউপিজি সাসটেইনেবিলিটি টিমের লিজেল ভিলালন ক্যাসেলা বলেন, কঠোর পরিশ্রম ও আত্মবিশ্বাসের সঙ্গে কাজের মধ্য দিয়ে রাজু এ পর্যায়ে এসেছে। এটি সত্যিই প্রশংসনীয়। তার আগামীর পথচলায় ইউপিজি টিম সবসময় পাশে থাকবে। তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি।

ইউপিজি একটি বৈশ্বিক প্ল্যাটফর্ম, যা নাগরিক নেতৃত্বের মাধ্যমে টেকসই উন্নয়নকে উৎসাহিত করে। হারিকেন আইল্যান্ড লিডারশিপ প্রোগ্রাম হলো তাদের সহযোগী সংগঠন, যেখানে তরুণদের মাঝে দক্ষ নেতৃত্ব গড়ে তোলা হয়।

নাঈম আহমদ শুভ/এমকেআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।