নারায়ণগঞ্জে পরিমাণে কম দেওয়া এবং নিয়মবহির্ভূতভাবে জ্বালানি তেল বিক্রি করায় একটি ফিলিং স্টেশনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুরে বন্দরের ফরাজিকান্দা এলাকায় ‘প্রধান ফিলিং স্টেশন’কে এক লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয় ফিলিং স্টেশনটি।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অকটেন, পেট্রোল ও ডিজেল বিতরণের তিনটি ডিজিটাল মেশিন পরীক্ষা করা হয়। সেই সঙ্গে প্রতি লিটারে ৩০ মি.লি. করে গ্রাহকদের তেল কম দেওয়ার প্রমাণ পাওয়া যায়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মোস্তাফিজুর রহমান বলেন, পাম্পের তিনটি মেশিনে লিটার প্রতি ৩০ মি.লি. কম দেওয়ার প্রমাণ পাওয়ায় প্রধান ফিলিং স্টেশনকে এক লাখ টাকা জরিমানা ও সাময়িকভাবে বন্ধের নির্দেশনা দেওয়া হয়েছে।
মোবাশ্বির শ্রাবণ/জেডএইচ/এমএস