‘সিকান্দার’ দিয়ে ভাইজানের ঈদ মিশন কেমন যাচ্ছে

0
0


ঈদ উপলক্ষে মুক্তি পেয়েছে বলিউড সুপার স্টার সালমান খানের সিনেমা ‘সিকান্দার’। ভাইজান অনুরাগীদের বহু প্রতীক্ষিত সিনেমাটি গতকাল (৩০ মার্চ) মুক্তি পেয়েছে। দুই বছর বিরতির পর সালমানের এ সিনেমাটি ঈদে প্রেক্ষাগৃহে এসেছে। একটা সময় ছিল ঈদ মানেই সালমান খানের সিনেমা। তাই অনুরাগীরা মনে করছেন ‘সিকান্দার’ দিয়ে এবারে ঈদের মিনশ ভালোই যাবে।

কিন্তু ‘সিকান্দার’ মুক্তির সঙ্গে সঙ্গে দর্শক অনুরাগীদের মনে সিনেমাটি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। আশা-আশঙ্কার দোলাচলের মধ্যেই প্রকাশ পেয়েছে ‘সিকান্দার’র প্রথমদিনের বক্স অফিস কালেকশন রিপোর্ট। এ রিপোর্ট থেকে জানা যাচ্ছে, প্রথম দিনের আলোকে ‘সিকান্দার’ সম্প্রতি মুক্তি পাওয়া ভিকি কৌশলের ‘ছাবা’সিনেমাকে হারাতে পারেনি।

স্যাকনিকের রিপোর্ট থেকে জানা যাচ্ছে, ভিকি কৌশল অভিনীত ‘ছাবা’ সিনেমাটির প্রথম দিনের বক্স অফিস কালেকশন ছিল ৩১ কোটি রুপি। সেই রেকর্ড ভাঙতে পারল না ‘ভাইজান’। তার ‘সিকান্দার’র প্রথম দিনের কালেকশন ২৬ কোটি রুপি। এরই মধ্যে ঈদে সালমানের মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলোর বিচারেও তা বেশ খারাপ।

২০১৬ সালের ঈদে মুক্তি পায় সালমান অভিনীত ‘সুলতান’। যার প্রথমদিনের বক্স অফিস কালেকশন ছিল ৩৬.৫৪ কোটি রুপি। এরপর ২০২৩ সালের ঈদে মুক্তি পায় সালমান খান অভিনীত ‘টাইগার থ্রি’, যার প্রথম দিনের কালেকশন ছিল ৫৩.৩ কোটি রুপি। সে হিসেবেও সালমানের নিজের অন্যান্য সিনেমার তুলনায় বেশ কিছুটা পিছিয়ে রয়েছে ‘সিকান্দার’।

পাশাপাশি বিশ্বব্যাপী বক্স অফিসের হিসেবেও আশানুরূপ সাফল্য পায়নি সিনেমাটি। শাহরুখের ‘জওয়ান’ যেখানে প্রথম দিন বিশ্বজুড়ে ১০৯ কোটি রুপি ব্যবসা করেছিল, সেখানে ‘সিকান্দার’র কালেকশন মাত্র ৫৪ কোটি রুপি। যা মোহনলালের নতুন সিনেমা ‘লুসিফার ২: এমপুরান’র প্রথমদিনের কালেকশনের (৬৭ কোটি) চেয়েও কম। এমন হিসেব দেখেই চলচ্চিত্র বিশেষজ্ঞরা ‘সিকান্দার’র সাফল্য নিয়ে সন্দেহ প্রকাশ করছেন।

আরও পড়ুন:

২০২৩ সালে সালমান অভিনীত শেষ সিনেমা ‘কিসি কি ভাই কিসি কি জান’ মুক্তি পেয়েছিল। সেই সিনেমা বক্স অফিসে মোটেই ভালো করতে পারেনি। ‘সিকান্দার’সিনেমাকে তাই অনুরাগীরা সালমানের হিট সিনেমা প্রত্যাশা করেছিলেন। সবশেষ কেমন আয় করে ভাইজানের ‘সিকান্দার’ সিনেমাটি তা দেখার বিষয়।

এমএমএফ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।