চট্টগ্রামে ট্রান্সফরমার মেরামত করার সময় শ্রমিকের মৃত্যু

0
4


চট্টগ্রামে বৈদ্যুতিক ট্রান্সফরমার মেরামত করতে গিয়ে মো. তসলিম নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। রোববার (২৯ জুন) দুপুর ১২টার দিকে নগরীর আকবরশাহ থানাধীন উত্তর কাট্টলীর কর্নেল জো্ন্স সড়কের কলাবাগান মহিমা মাস্টার বাড়ির সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত তসলিম পাহাড়তলী বিদ্যুৎ বিতরণ বিভাগে অস্থায়ীভিত্তিতে কাজ করে আসছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ট্রান্সফরমার পরিবর্তনের পর বিদ্যুৎ খুঁটিতে কাজ করছিলেন তসলিমসহ দুই ইলেকট্রিশিয়ান। এসময় অসতর্কতার কারণে বিদ্যুৎপৃস্টে তারের সঙ্গে ঝুলে যান তিনি। এসময় পাশের খুঁটিতে থাকা অন্য ইলেকট্রিশিয়ানসহ নিচে থাকা অন্য সহকর্মীরা বিষয়টি বুঝতে পারেননি।

এক পর্যায়ে তসলিমের আঙুল ও শরীর দিয়ে ধোঁয়া বের হওয়া শুরু হলে বিষয়টি সহকর্মীরা বুঝতে পারে। এরপর বিদ্যুৎ লাইন বন্ধ করার সঙ্গে সঙ্গে তসলিম নিচে পড়ে গুরুতর জখম হন। এসময় তার নাকমুখ থেঁতলে যায়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তবে পাহাড়তলী বিদ্যুৎ বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. জালাল উদ্দিন বলেন, দুর্ঘটনাবশত সিঁড়ি থেকে পড়ে ওই শ্রমিকের মৃত্যু হয়েছে।

এমডিআইএইচ/এমআইএইচএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।