নবীগঞ্জে কাউন্সিলর প্রার্থী পেলেন ১ ভোট | Nabiganj

0
11
{"subsource":"done_button","uid":"C9DA6580-EF69-49DD-9F12-485E8AA23F6F_1611048769318","source":"other","origin":"gallery","source_sid":"C9DA6580-EF69-49DD-9F12-485E8AA23F6F_1611048769322"}

হবিগঞ্জের নবীগঞ্জ পৌরসভা নির্বাচনে ৫ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ইসমত আলী মাত্র এক ভোট পেয়ে হৈচৈ চলছে পুরো ৫ নং ওয়ার্ড জুড়ে । মাত্র পেয়েছেন একটি ভোট তাও ইসমত আলী দেননি এই নিজের ভোটটি ।

তিনি কেন নিজের ভোট নিজেকে দেন নি ,এরপর তার নিজের পরিবারের ভোট ও তিনি পাননি কিন্তু কেন ? এসব বিষয় নিয়ে এলাকা জুড়ে হৈচৈ এবং এলাকাবাসীদের মাঝে কৌতূহলের সৃস্টি হয়েছে ।

নবীগঞ্জ উপজেলা নির্বাচন অফিসের একজন কর্মকর্তার সাথে বললে তিনি বলেন , নবীগঞ্জ পৌরসভার ৫নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মোট পাঁচজন ছিলেন । ৫নং ওয়ার্ডে কাস্ট হয়েছে মোট ১৩৮৭ ভোট । এরমধ্যে ইসমত আলী যিনি কাউন্সিলর প্রার্থী পেয়েছেন মাত্র একটি ভোট। আবার একই ওয়ার্ডের অন্য প্রার্থী আমির হোসেন পেয়েছেন ১৬ ও সুহেলুজ্জামান লিপ্টন ২৯ ভোট। তাদের জামানত বাজেয়াপ্ত হয়েছে ।

একটি মাত্র ভোট প্রাপ্ত কাউন্সিলর প্রার্থী ইসমত আলী বলেন, আমার প্রতীক ছিল ডালিম। অন্য প্রার্থী আমার আপন মামা লুৎফুর রহমান মাখনের প্রতীক ছিল পানির বোতল। তিনি ৭৭২ ভোট পেয়ে জয়ী হয়েছেন। আমরা মামা-ভাগনার মধ্যে যে দ্বন্দ্ব চলছিল এরমধ্যে অন্যজন যাতে এর সুযোগ না নেয় তাই আমি নির্বাচনের আগে আমার মামা লুৎফুর রহমান মাখনকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে যাই ।

সিদ্ধান্ত যখন নেই প্রত্যাহারের জন্য তখন তারিখ শেষের দিন হওয়ায় আমার ডালিম মার্কা প্রতীক রয়ে যায়। ফলে আমি নিজেই নিজেকে ভোট দেইনি। কেউ হয়তো না জেনে এ কাজ টি করেছে।