করোনাভাইরাসের টিকা নেওয়ার পর ভারতে ৫৮০ জনের শরীরে পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিয়েছে । গেল তিন দিনে মোট টিকা নিয়েছে , ৩ লাখ ৮০ হাজার মানুষ । পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেওয়ার মধ্যে সাতজনকে হাসপাতালে চিকিৎসা দিতে হয়েছে ।
এ ছাড়া টিকা নেওয়ার পর দুজনের মৃত্যু হয়েছে । যদিও দেশটির সরকার বলেছে , ওই দুজনের মৃত্যুর সঙ্গে করোনা টিকার কোনো যোগসূত্র নেই ।সোমবার দেশটিতে টিকা নিয়েছেন ১ লাখ ৪৮ হাজার মানুষ ।
তবে প্রতি দিন ৩ লাখ মানুষকে টিকা দেওয়ার লক্ষ্য ছিল সরকারের ।