লক্ষ্মীপুরে বাড়ি ফেরার পথে যুবককে গুলি

0
0


 

লক্ষ্মীপুরে বাজার থেকে বাড়ি ফেরার পথে রুবেল হোসেন নামে এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন।

শুক্রবার (১১ এপ্রিল) রাত ১১টার দিকে লক্ষ্মীপুর সদরের উত্তর জয়পুর ইউনিয়নের পূর্ব চৌপল্লী গ্রামের ব্যাপারী বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

আহত রুবেল পূর্ব চৌপল্লী গ্রামের ব্যাপারী বাড়ির আব্দুল কুদ্দুসের ছেলে। ঘটনার পর স্থানীয়রা তাকে প্রথমে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নেওয়া হয়। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে বলে জানিয়েছেন সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক কমলাশীষ।

খবর পেয়ে জেলা পুলিশ সুপার (এসপি) আকতার হোসেন হাসপাতালে যান। সেখানে তিনি আহত রুবেল ও তার সঙ্গে থাকা লোকজনের সঙ্গে কথা বলেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, আধিপত্য বিস্তার, মাদক কারবার নিয়ে রুবেল ও কদু আলমগীরের মধ্যে বিরোধ চলে আসছে। দুজনই পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা, অস্ত্রসহ বিভিন্ন অপরাধে একাধিক মামলা রয়েছে। ঘটনার সময় বাজার থেকে বাড়ি যাওয়ার পথে রুবেলকে দুর্বৃত্তরা গুলি করেন। আগ থেকেই দুর্বৃত্তরা ঘটনাস্থলে ওঁৎ পেতে ছিলেন।

আহত রুবেল জানান, রাতে চৌপল্লী বাজার থেকে তিনি বাড়ি যাচ্ছিলেন। ঘটনাস্থলে পৌঁছালে পেছন থেকে তাকে গুলি করা হয়। এতে গুলিটি তার বাম হাতের কবজিতে বিদ্ধ হয়। তবে কে বা কারা গুলি করেছে তিনি তা দেখেননি। একপর্যায়ে তিনি অচেতন হয়ে রাস্তায় পড়ে যান।

তিনি আরও বলেন, ‘অস্ত্রধারী সন্ত্রাসী কদু আলমগীর আমার কাছে ৫ লাখ টাকা চাঁদা চেয়েছে। এলাকায় থাকতে হলে টাকা দিতে হবে। তা না হলে আমাকে হত্যা করবে বলে হুমকি দিয়েছে। তিনবার আমার বাড়িতে লোকজন পাঠিয়ে আমাকে হুমকি দিয়েছে।’

এ বিষয়ে এসপি আকতার হোসেন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মাদক কারবার নিয়ে দুই পক্ষের মধ্যে দ্বন্দ্ব ছিল। এর জের ধরেই রুবেলকে গুলি করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

কাজল কায়েস/ইএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।