বানিয়াচংয়ে দুর্ধর্ষ ইউসুফ ডাকাত পুলিশের খাঁচায়

0
10
{"source_sid":"C9DA6580-EF69-49DD-9F12-485E8AA23F6F_1610890765577","subsource":"done_button","uid":"C9DA6580-EF69-49DD-9F12-485E8AA23F6F_1610890765570","source":"other","origin":"gallery"}

হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার ইউসূফ (৩৮) যিনি ডাকাত দলের দুর্ধর্ষ সদস্য তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৬ জানুয়ারি) বিকাল ৫ ঘটিকায় পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ইউসুফকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ সদস্যরা।

গ্রেপ্তারকৃত ইউসুফ উপজেলা সদরের সৈদারটুলা গ্রামের শফিক মিয়ার পুত্র ।

স্থানীয় পর্যায়ে কথা বলে জানা যায়, দীর্ঘদিন ধরে ইউসূফ আন্তঃজেলা ডাকাত দলের সাথে যুক্ত ছিলেন এবং ডাকাতি করে আসছিলেন । তার বিরুদ্ধে ডাকাতি, চুরি, ধর্ষণ, মাদকসহ ৭টি মামলা আছে বলে জানা গেছে ।এমন কি অস্ত্র নিয়ে সবসময় চলাফেরা করে । সবগুলো মামলাতে সে গ্রেপ্তারি পরোয়ানাভূক্ত আসামী। ইউসূফ ডাকাত গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসীর যেন স্বস্তি ফিরে আসে।

বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসেন এর সাথে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন , ইউসূফ ডাকাত একজন অত্যন্ত দুর্ধর্ষ। তাকে ধরতে বেশ কয়েকবার আমরা অভিযান চালিয়েছি। অবশেষে আজ তাকে আমরা অত্যন্ত সু-কৌশল এবং সাহসীকতার সাথে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি ।