হবিগঞ্জের লাখাইয়ে ব্যাডমিন্টন খেলা নিয়ে সংঘর্ষ – ১৫ জন আহত | Hobigonj

0
9
{"source_sid":"C9DA6580-EF69-49DD-9F12-485E8AA23F6F_1610874660317","subsource":"done_button","uid":"C9DA6580-EF69-49DD-9F12-485E8AA23F6F_1610874660300","source":"other","origin":"gallery"}

হবিগঞ্জের লাখাই উপজেলার করাব নামক গ্রামের মধ্যে ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে মারামারিতে ১৫ জন আহত হয়েছেন।আহতদের ঘটনাস্থল থেকে হবিগঞ্জ সদর হাসপাতাল সহ বিভিন্ন স্থানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

শনিবার (১৬ জানুয়ারি) সকাল ৮ ঘটিকার সময় এ ঘটনাটি ঘটে। স্থানীয় এলাকার কিছু মানুষদের সাথে কথা বললে জানা যায়,ওই গ্রামে ব্যাডমিন্টন খেলা শুরু হলে হঠাৎ করে তাহের মিয়ার ঘরের চালায় খেলার কর্ক পরে যায়।

এ ঘটনাকে কেন্দ্র করে তাহের মিয়া ও আব্দুল হামিদের লোকজনের মাঝে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন মারামারিতে জড়িয়ে পড়ে। এতে কমপক্ষে ১৫ জন আহত হয়।

লাখাই থানার ওসি সাইদুল ইসলাম ঘটনা সম্পর্কে বলেন, ব্যাডমিন্টন খেলা নিয়ে সংঘর্ষের ফলে এরকম একটি ঘটনা ঘটে। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাওয়ার পর আমরা পরিস্থিতি স্বাভাবিক করি ।