ধর্ষণের শিকার শিশুর ৯৭ শতাংশ ছবি-ভিডিও লিঙ্ক অপসারণ: বিটিআরসি

0
1


মাগুরায় ধর্ষণের শিকার ৮ বছরের সেই শিশুর ফেসবুক ও টিকটকে থাকা ৯৭ শতাংশ ছবি এবং ভিডিওর লিঙ্ক অপসারণ করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। যেসব জায়গায় এখনো তার ছবি-ভিডিও রয়েছে সেগুলো শনাক্ত করে অপসারণ করার কার্যক্রম চলমান।

মঙ্গলবার (১১ মার্চ) দেশের টেলিযোগাযোগ খাতের নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন্স বিভাগ থেকে এ তথ্য জানানো হয়েছে।

বিটিআরসি কর্মকর্তারা জানান, হাইকোর্টের নির্দেশনার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও টিকটকে ছড়িয়ে পড়া মাগুরার ভুক্তভোগী শিশুর ছবি-ভিডিও অপসারণের কার্যক্রম শুরু হয়। ফেসবুক ও টিকটকে থাকা ২০৩টি লিঙ্ক শনাক্ত করা হয়েছে। এরই মধ্যে ১৯৫টি লিংক অপসারণ করা হয়েছে। বাকিগুলোও অপসারণ এবং নতুন লিংক শনাক্তের কার্যক্রম চলমান।

গত ৯ মার্চ বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ মাগুরায় ধর্ষণের শিকার শিশুটির ছবি, ভিডিও যেসব গণমাধ্যম ও ব্যক্তি প্রকাশ এবং প্রচার করেছে, তাদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১৪ ধারা অনুযায়ী এ ব্যবস্থা নিতে বলা হয়। আইজিপিসহ সংশ্লিষ্টদের আগামী তিন কার্যদিবসের মধ্যে এ বিষয়ে ব্যবস্থা নিতেও বলা হয়।

একই সঙ্গে শিশুটির সব ছবি ও ভিডিও গণমাধ্যম, অনলাইন পোর্টাল ও সব সামাজিক যোগাযোগমাধ্যম থেকে অপসারণের নির্দেশ দেন হাইকোর্ট। বিটিআরসিকে ২৪ ঘণ্টার মধ্যে এ নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়।

এএএইচ/এমআইএইচএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।