চিত্রনায়িকা অঞ্জনাকে হারিয়ে শোকাচ্ছন্ন তার অনুরাগীরা। দীর্ঘদিনের সহকর্মীরা শোক প্রকাশ করছেন। দীর্ঘ ক্যারিয়ার জীবনে অনেক সুপার হিট সিনেমা উপহার দিয়েছেন। অঞ্জনা অভিনীত ১০টি জনপ্রিয় সিনেমার পোস্টার দেখুন-
১. অঞ্জনার ক্যারিয়ারের প্রথম সিনেমা ‘দস্যু বনহুর’। এটি নির্মাণ করেছেন সারথী। এটি মুক্তি পেয়েছিল ১৯৭৬ সালের ৩০ সেপ্টেম্বর। সিনেমাটিতে অঞ্জনার বিপরীতে অভিনয় করেছিলেন নায়ক সোহেল রানা। এ সিনেমাটিই অঞ্জনাকে ঢাকাই চলচ্চিত্রে নায়িকা হিসেবে প্রতিষ্ঠা এনে দেয়।
২. অঞ্জনা অভিনীত ‘সেতু’ সিনেমাটি নির্মাণ করেন বাবুল চৌধুরী। এটি ১৯৭৬ সালের ২৯ অক্টোবর মুক্তি পায়। সিনেমাটিতে আরও অভিনয় করেছিলেন, নায়ক রাজ রাজ্জাক, শাবানা, খলিল প্রমুখ।
৩. ‘চোখের মণি’ সিনেমাটিও অঞ্জনার ক্যারিয়ারের আলোচিত চলচ্চিত্র। এটি পরিচালনা করেছেন নারায়ণ ঘোষ মিতা। অঞ্জনা ছাড়াও সিনেমাটিতে অভিনয় ফারুক, শাবানা, রোজিনা, খলিল প্রমুখ। সিনেমাটি ১৯৭৯ সালের ১১ নভেম্বর মুক্তি পায়।
৪. ‘জিঞ্জির’ সিনেমাটি মুক্তির পর অঞ্জনা সব শ্রেণির দর্শকদের কাছে পৌঁছে যান। এটি নির্মাণ করেছেন দীলিপ বিশ্বাস। সিনেমাটি ১৯৭৯ সালের ৩০ মার্চ মুক্তি পায়। সিনেমাটিতে আরও অভিনয় করেছেন, নায়ক রাজ রাজ্জাক, সোহেল রানা ও আলমগীর।
৫. রুহুল আমিন পরিচালিত ‘গাংচিল’ সিনেমাটিও অঞ্জনার ক্যারিয়ারের উল্লেখযোগ্য চলচ্চিত্র। ১৯৮০ সালের ১৯ সেপ্টেম্বর এটি মুক্তি পায়। সিনেমাটিতে আরও অভিনয় করেছেন বুলবুল আহমেদ, সুমিতা, আনোয়ারা, ইলোরা, মোস্তফা, আহমেদ শরীফ প্রমুখ। এটির সংগীত পরিচালনা করেছেন আলউদ্দিন আলী।
৬. অঞ্জনা অভিনীত ‘মহারাজা’ সিনেমাটি ভীষণ জনপ্রিয়তা লাভ করেছিল। এটি ১৯৮২ সালের ১৫ অক্টোবর মুক্তি পায়। অঞ্জনা ছাড়াও সিনেমাটিতে অভিনয় করেছিলেন, সোহেল রানা, রোজিনা, জাফর ইকবাল প্রমুখ।
৭. অঞ্জনার ‘পরিণীতা’ সিনেমাটি ১৯৮৬ সালের ১২ সেপ্টম্বর মু্ক্তি পায়। অমর কথাশিল্পী শরৎচন্দ্র চট্টপাধ্যায়ের জনপ্রিয় উপন্যাস অবলম্বনে এটি নির্মাণ করেন আলমগীর কবির। এতে আরও অভিনয় করেন, ইলিয়াস কাঞ্চন, প্রবীর মিত্র, এটি এম শামসুজ্জামান প্রমুখ।
৮. অঞ্জনা অভিনীত ‘সুখে থাকো’ সিনেমাটি নির্মাণ করেছেন আজহারুল ইসলাম খান। সিনেমাটিতে আরও অভিনয় করেছেন নায়ক রাজ রাজ্জাক, ববিতা, প্রবীর মিত্র প্রমুখ। এর সংগীত পরিচালনা করেছেন সত্য সাহা। ১৯৮৬ সালের ২৭ নভেম্বর সিনেমাটি মুক্তি পায়।
৯. ‘আশার আলো’ সিনেমায় অঞ্জনার অভিনয় দর্শক রীতিমতো লুফে নিয়েছিল। ১৯৮২ সালের ৫ মার্চ সিনেমাটি মুক্তি পায়। এর সংগীত পরিচালনা করেছিলেন দেবু ভট্টাচার্য। ‘আশার আলো’ সিনেমায় আরও অভিনয় করেছিলেন নায়ক রাজ রাজ্জাক, শাবানা, আলমগীর, জাফর ইকবাল প্রমুখ।
১০. অঞ্জনা অভিনীত ‘ঈদ মোবারক’ সিনেমাটি নির্মাণ করেছেন শেখ নজরুল ইসলাম। সিনেমাটিতে আরও অভিনয় করেছেন, জাফর ইকবাল, কাজরী, শিঠুন, শওকত, আনোয়ারা, মিজু আহমেদসহ আরও অনেকে।
এমএমএফ/জেআইএম