পুলিশ পরিচয়ে বাড়িতে ঢুকে ডাকাতি, টাকা-স্বর্ণালংকার লুট

0
1


যশোরের বাঘারপাড়ায় পুলিশ পরিচয়ে দুই বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় নগদ টাকা, কয়েক ভরি স্বর্ণালংকার ও মোবাইল নিয়ে যায় ডাকাতদল।

শনিবার (৪ জানুয়ারি) ভোরে উপজেলার ধলগ্রাম ইউনিয়নের বরভাগ গ্রামের দুই ভাই পশুপতি দেবনাথ ও বিশ্বনাথ দেবনাথের বাড়িতে ডাকাতি সংঘটিত হয়।

এরমধ্যে বিশ্বনাথ দেবনাথের ঘর থেকে নগদ ৯০ হাজার টাকা, আড়াই ভরি ওজনের স্বর্ণালংকার, একটি আইফোন ও একটি বাটন ফোন নিয়ে যায়। আর পশুপতি দেবনাথের ঘর থেকে ৫ ভরি ওজনের স্বর্ণালংকার, নগদ ৫ হাজার টাকা নিয়ে যায়।

বাড়ির মালিকরা জানান, শনিবার ভোরে ছয়টি মোটরসাইকেলে করে ১২-১৪ জন লোক তাদের বাড়ি আসে। ওই লোকদের কয়েকজনের গায়ে ডিবি পুলিশের পোশাকের মতো ছিল। অন্যদের গায়ে পুলিশের নেভিব্লু জ্যাকেট ছিল। সবার পরনে ছিল সাধারণ প্যান্ট। একজনের কাছে একটি পিস্তল এবং ওয়্যারলেস ছিল।

তারা প্রথমে বিশ্বনাথ দেবনাথের ঘরের সামনে এসে ডাকতে থাকে। এসময় তারা বলে, চট্টগ্রাম থেকে কিছু লোক অবৈধ অস্ত্র নিয়ে বাড়িতে রয়েছে। তারা থানা থেকে তল্লাশি করতে এসেছে। দরজা খুলে দিলে ঘর তল্লাশি করে চলে যাবে। না খুললে দরজা ভেঙ্গে ঢুকবে।

একপর্যায়ে দরজা খুলে দিলে তারা ঘরের মধ্যে প্রবেশ করে এবং পুলিশি কায়দায় বিভিন্ন কক্ষ তল্লাশি করতে থাকে। এসময় তাদের কয়েকজন পশুপতি দেবনাথের ঘরে প্রবেশ করে।

একপর্যায়ে তারা পশুপতি দেবনাথের ছেলে ব্রজেশ্বর দেবনাথকে প্লাস্টিকের লক দিয়ে দুই হাত আটকে দেয়। বাড়িতে থাকা বিশ্বনাথ দেবনাথের স্ত্রী ও মেয়েকে অন্য একটা কক্ষে নিয়ে বসিয়ে রাখে। তাদের থেকে আলমারির চাবি নিয়ে নেয়। এরপর দুটি বাড়ির সব কক্ষের আসবাবপত্র ওলটপালট করতে থাকে। প্রায় ৪৫ মিনিট ধরে চলে তাণ্ডব। এভাবে ডাকাতি শেষে তারা মোটরসাইকেলে করে পালিয়ে যায়।

দেবপ্রসাদ দেবনাথ বলেন, আমাদের অনেক ক্ষতি হয়ে গেছে। আমরা থানায় অভিযোগ করেছি।

বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম বলেন, খবর পেয়ে যশোরের অতিরিক্ত পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মিলন রহমান/জেডএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।