চট্টগ্রামে কিশোরী অপহরণে যুবক গ্রেফতার

0
0


চট্টগ্রামে এক কিশোরীকে অপহরণে জড়িত আরিফুল ইসলাম (২৬) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এসময় ভিকটিমকেও উদ্ধার করা হয়।

মঙ্গলবার (৭ জানুয়ারি) ভোরে নগরীর হালিশঞর থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করে চান্দগাঁও থানা পুলিশ।

গ্রেফতার আরিফুল কক্সবাজারের পেকুয়া থানার দক্ষিণ জুম শিলখালী গ্রামের আবুল খায়রের ছেলে। বর্তমানে তারা চান্দগাঁও থানার পূর্ব ষোলশহর এলাকার বসুন্ধরা ক্লাব এলাকার একটি ভাড়া বাসায় বসবাস করেন।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন অপহরণকারীকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ জানায়, চান্দগাঁও এলাকার এক কিশোরীকে ফুসলিয়ে অপহরণ করেন আরিফুল। তিনি ভিকটিমকে হালিশহর এলাকার একটি বাসায় নিয়ে যান। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় অপহরণকারীর অবস্থান শনাক্ত করে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার এবং ভিকটিমকে উদ্ধার করা হয়।

এমডিআইএইচ/এসআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।