ফোন কেড়ে নেয়ায় অভিমানে স্কুলছাত্রীর আত্মহত্যা

0
5

মেয়ের স্মার্টফোন মা কেড়ে নেয়ায় মায়ের উপর অভিমান করে ১০ম শ্রেণী স্কুল পড়ুয়া এক ছাত্রী ঘরে রক্ষিত ঘাস নিধনের ওষুধ খেয়ে আত্মহত্যা করেছে বলে জানা গেছে ।

রবিবার (২০ ডিসেম্বর) চিকিৎসাধীন অবস্থায় রামগড় উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে সুমাইয়া আক্তার (১৫) নামে ঐ স্কুল পড়ুয়া ছাত্রী শেষ নিঃশ্বাস ত্যাগ করে। স্থানীয় সূত্রে জানা যায়, মেয়েটির বাড়ি ভুজপুর থানাধীন রামগড়ের পার্শ্ববর্তী বাগানবাজার ইউনিয়নের পূর্ব গাজারিয়া গ্রামের আবুল বশরের মেয়ে যার বয়স ছিল ১৫ ।

(এস আই) আনোয়ার হোসেন ,রামগড় থানার সহকারী পরিদর্শক তিনি বলেন , মেয়েটি স্থানীয় একটি হাই স্কুলে ১০ম শ্রেণীতে স্কুল পড়ুয়া ছাত্রী । ঘরে রক্ষিত ঘাস নিধনের ওষুধ খেয়ে আত্মহত্যা করেছে বলে জানা গেছে ।