বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-
বাংলাদেশের জন্য উৎপাদিত বিদ্যুৎ অন্য প্রতিবেশী দেশে বেচতে চায় আদানি
ভারতের ঝাড়খণ্ড রাজ্যের গোড্ডা প্ল্যান্টে বাংলাদেশের জন্য উৎপাদিত বিদ্যুৎ অন্য প্রতিবেশী দেশগুলোর কাছে বিক্রি করার কথা ভাবছে আদানি গ্রুপ। আর এ ক্ষেত্রে তাদের প্রথম পছন্দ শ্রীলঙ্কা। তবে এজন্য আদানিকে বাংলাদেশের সম্মতি নিতে হবে। নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তার বরাতে এসব তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু বিজনেস লাইন।
অর্থ আত্মসাতের অভিযোগ, টিউলিপ সিদ্দিককে জিজ্ঞাসাবাদ
বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প থেকে ৪০০ কোটি পাউন্ড আত্মসাৎ করেছেন এমন অভিযোগে ব্রিটিশ রাজনীতিবিদ টিউলিপ সিদ্দিককে জিজ্ঞাসাবাদ করেছেন যুক্তরাজ্যের মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তারা। খবর বিবিসির। মন্ত্রিপরিষদ বিভাগের প্রোপ্রাইটি অ্যান্ড এথিকস টিমের কর্মকর্তা রোববার তাকে জিজ্ঞাসাবাদ করেন বলে দ্য টেলিগ্রাফ, টাইমস, সানডে টাইমসসহ যুক্তরাজ্যের কয়েকটি সংবাদমাধ্যম খবর প্রকাশ করেছে।
তসলিমা নাসরিনের ‘লজ্জা’ অবলম্বনে নির্মিত নাটকে মমতার নিষেধাজ্ঞা
জানা গেছে, মমতা ব্যানার্জীর বিরুদ্ধে বেশ আগেই সরব হয়েছিলেন তসলিমা নাসরিন। এর জেরে বেশকিছু গণসংগঠন তসলিমা নাসরিনের লেখা ‘লজ্জা’ উপন্যাস অবলম্বনে নাটকটি রাজ্যজুড়ে মঞ্চস্থ করার কথা চলছিল। আর তার আগেই নাটকটি নিষিদ্ধ ঘোষণা করলেন মমতা। রাজ্যে যাতে কোনো রকম অস্থিরতা সৃষ্টি না হয়, তার জন্যই মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্ত।
পাকিস্তানে অবশেষে সরকার ও বিরোধী দলের আলোচনা শুরু
পাকিস্তানে চলমান রাজনৈতিক অস্থিরতা নিরসনে অবশেষে সরকার ও বিরোধী দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) মধ্যে আলোচনা শুরু হয়েছে। সোমবার (২৩ ডিসেম্বর) দেশটির পার্লামেন্ট ভবনে দু’পক্ষের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খানকে গত বছর গ্রেফতারের পর থেকে বিরোধী দলের সঙ্গে সরকার ও রাষ্ট্রের অন্যান্য প্রতিষ্ঠানের সম্পর্ক অত্যন্ত তিক্ত হয়ে উঠেছে।
ইউক্রেনকে ‘ধ্বংস’ করার হুমকি পুতিনের
রাশিয়ার কাজান শহরে ড্রোন হামলার প্রতিক্রিয়ায় ইউক্রেনকে ধ্বংস করার হুঁশিয়ারি দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। গত শনিবার (২১ ডিসেম্বর) তাতারস্তান অঞ্চলের এই শহরে ছয়টি ড্রোন আবাসিক ভবনে এবং একটি ড্রোন একটি শিল্প কারখানায় আঘাত হানে। এই ঘটনার পর রোববার এক ভিডিও বক্তৃতায় পুতিন বলেন, যারা আমাদের দেশকে ধ্বংস করতে চায়, তারা এর বহু গুণ বেশি ধ্বংসযজ্ঞের মুখোমুখি হবে এবং তাদের এই কাজের জন্য অনুশোচনা করতে হবে।
ট্রাম্পের এআই উপদেষ্টা হচ্ছেন ভারতীয় বংশোদ্ভূত শ্রীরাম কৃষ্ণান
কৃত্রিম বুদ্ধিমত্তা সংক্রান্ত বিষয়ে হোয়াইট হাউজের নীতি নির্ধারণে জ্যেষ্ঠ উপদেষ্টা হিসেবে কাজ করবেন শ্রীরাম কৃষ্ণান। জানা গেছে, কৃষ্ণানের জন্ম ভারতের চেন্নাইয়ে। তামিলনাড়ুর এস আর এম ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে তথ্য-প্রযুক্তি নিয়ে স্নাতক করেন তিনি। এরপর ২০০৫ সালে মাত্র ২১ বছর বয়সেই চলে যান যুক্তরাষ্ট্রে। ২০০৫ সাল থেকে মাইক্রোসফটের আওতায় কাজ শুরু করেন তিনি। টুইটার, ইয়াহু, ফেসবুকের মতো বিখ্যাত প্রতিষ্ঠানগুলোতেও কাজ করেছেন কৃষ্ণান।
দুর্নীতির মামলায় আদালতে নেতানিয়াহু
দুর্নীতি মামলায় নিজের বক্তব্য দিতে আদালতে হাজির হয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ইসরায়েলি সংবাদমাধ্যমের বরাত দিয়ে আল-জাজিরা এ তথ্য নিশ্চিত করেছেন। ইসরায়েলের ইতিহাসে এই প্রথম কোনো প্রধানন্ত্রী দায়িত্ব পালন অবস্থায় ফৌজদারি অপরাধের মুখোমুখি হলেন। যদিও নিজের বিরুদ্ধে আনা অভিযোগ শুরু থেকেই অস্বীকার করছেন তিনি।
ছাত্র আন্দোলনে উত্তাল সার্বিয়া, কথা বলতে চান প্রেসিডেন্ট
ছাত্র আন্দোলনে এবার উত্তাল হয়ে উঠলো মধ্য ইউরোপের দেশ সার্বিয়া। একটি রেলস্টেশনের ছাদ ভেঙে পড়ার ঘটনাকে ঘিরে শুরু হয় এই আন্দোলন। গত রোববার (২২ ডিসেম্বর) দেশটির রাজধানী বেলগ্রেডে বিক্ষোভ দেখানোর জন্য জড়ো হয়েছিলেন প্রায় ২৯ হাজার মানুষ। আন্দোলনের নেতৃত্বে ছিলেন ছাত্ররা। তবে তাদের সঙ্গে যোগ দিয়েছিলেন কৃষক, শ্রমিক, শিক্ষকেরাও।
গাজায় সেফ জোন-স্কুল-হাসপাতালে ইসরায়েলের হামলা, নিহত ৫০
অবরুদ্ধ গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলে তথাকথিত ‘সেফ জোন’ (নিরাপদ অঞ্চল) আল-মাওয়াসিতে ব্যাপক বোমাবর্ষণ করেছে ইসরায়েলি বাহিনী। এর ফলে আগুনে বহু তাঁবু পুড়ে যায় এবং কমপক্ষে সাত ফিলিস্তিনি নিহত হন। তারাসহ গত ২৪ ঘণ্টায় গাজার বিভিন্ন অংশে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫০ জনে।
২০২৫ সালে যে ঝুঁকি আছে বিশ্ব অর্থনীতিতে
করোনা মহামারির সমস্যা কাটিয়ে উঠতে না উঠতেই ২০২৫ সালে নতুন চ্যালেঞ্জের মুখোমুখি বিশ্ব অর্থনীতি। বৈশ্বিক মন্দাকে এড়িয়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে অনেকটাই সফলতা দেখিয়েছি বিশ্ব। ফলে ২০২৪ সালে কেন্দ্রীয় ব্যাংকগুলো সুদের হার কমাতে সক্ষম হচ্ছে। যুক্তরাষ্ট্র ও ইউরোপের স্টক বেড়েছে উল্লেখযোগ্য হারে।
এসএএইচ/এএসএম