ভারতের সাথে বাংলাদেশের রক্তের সম্পর্ক: দোরাইস্বামী

0
5

ভারতের সঙ্গে বাংলাদেশের রক্তের সম্পর্ক রয়েছে। এই সম্পর্ক কখনো ভুলে যাওয়ার মতো নয়। মঙ্গলবার সকালে সীতাকুন্ডের চন্দ্রনাথ পাহাড়ে ‘মৃত্যুঞ্জয়ী মিত্র’ নামের স্মৃতিস্তম্ভ উদ্বোধনের পর এ মন্তব্য করেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী।

১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় চটতগ্রামের সীতাকুন্ডে দেশের জন্য জীবন উৎসর্গকারী মিত্রবাহিনীর অর্ধশতাধিক শহীদদের স্মরণে নির্মাণ করা হয়েছে ‘মৃত্যুঞ্জয়ী মিত্র’ নামের এই স্মৃতিস্তম্ভ। আজ সকালে এটি উদ্বোধন করা হয়।

স্মৃতিস্তম্ভটি উদ্বোধনের সময় চট্টগ্রাম জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ শাহাবুদ্দিন, মহানগর কমান্ডার মোজাফফর আহমদ, ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশনের সহধর্মিনী সংগীতা দোরাইস্বামী, ভারতীয় সহকারী হাইকমিশনের সেকেন্ড অফিসার দীপ্তি আলংঘাট, চট্টগ্রামস্থ ভারতীয় সহকারী কমিশনার অনিন্দ্য ব্যানার্জী, জেলা পরিষদ সদস্য, স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।