১০৮ বছর বয়সেও ফজরের নামাজ পড়ে দিন শুরু করেন মোহাম্মদ এরশাদ

0
6

বয়স ১০৮ বছর চলছে। কিন্তু এই বয়সেও প্রতিদিন ফজরের নামাজ শেষে দিনের কাজ শুরু করেন মোহাম্মদ এরশাদ।

২০১৭ সালে রাখাইনে মিয়ানমার সেনাবাহিনীর অত্যাচারে ঘরবাড়ি ছেড়ে বাংলাদেশে আশ্রয় নেন ক্যালিগ্রাফার এরশাদ। ক্যালিগ্রাফিতে দারুণ ১০৮ বছর বয়সী মোহাম্মদ এরশাদ।

গত তিন বছর ধরে বাংলাদেশের আশ্রয়কেন্দ্রে আছেন কিন্তু তার মাতৃভূমির স্মৃতি তিনি ভুলেন নি। এখনো ফিরে যেতে চান সেই আরাকান রাজ্যে। কিন্তু কবে সেই আরাকানে ফেরা হবে তা তিনি জানেন না।

মিয়ানমারের সেনাবাহিনীর গুলি আর অত্যচারের মুখে নাফ নদী পার হওয়ার আগে সঙ্গে নিয়ে এসেছিলেন তার ক্যালিগ্রাফির প্রিয় খাতাগুলো। এগুলোই এখন তার সবকিছু। প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ, আল্লাহর ইবাদত আর ক্যালিগ্রাফি এঁকেই শেষ জীবনের প্রতিটি দিন কাটছে তার।