জামালপুরে শিশু ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন

0
0


জামালপুরে শিশু ধর্ষণ মামলায় শহিদ মিয়া (৫১) নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (২০ নভেম্বর) বেলা ১১টায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. শহিদুল ইসলাম এ রায় ঘোষণা করেন।

আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. রেজাউল আমীন শামীম জানান, ২০১৬ সালের ২৭ এপ্রিল ভোরে ৭ বছরের শিশুকে প্রতিবেশী মৃত দস্তর মণ্ডলের ছেলে শহিদ মিয়া (৪৩) ধর্ষণ করেন। পরদিন মেয়ের বাবা আছাদুল্লাহ মেলান্দহ থানায় মামলা করেন। দীর্ঘ শুনানি শেষে আদালত ১০ জনের স্বাক্ষ্যগ্রহণ শেষে এ রায় ঘোষণা করেন।

তিনি আরও জানান, তদন্ত শেষে শহিদের নামে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। শুনানি শেষে অভিযোগ প্রমাণ হওয়ায় এ রায় দেন আদালত।

আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।