দাবি আদায় না হলে আমরণ অনশনের ঘোষণা নকলনবিশদের

0
0


আগামী বৃহস্পতিবারের (২১ নভেম্বর) মধ্যে চাকরি জাতীয়করণের দাবি আদায় না হলে রোববার (২৩ নভেম্বর) থেকে আমরণ অনশন বসবেন বলে জানিয়েছেন বৈষম্যবিরোধী নকলনবিশ দাবি আদায় পরিষদের আহ্বায়ক রফিকুল ইসলাম।

বুধবার (২০ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে বৈষম্যবিরোধী নকলনবিশ দাবি আদায় পরিষদ আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি। ‘৫৬১টি সাব-রেজিস্ট্রি অফিসে কর্মরত নকলনবিশদের চাকরি জাতীয়করণ’ দাবিতে এ সংবাদ সম্মেলন আয়োজন করা হয়।

রফিকুল ইসলাম বলেন, আমরা আমাদের চাকরি স্থায়ীকরণের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে ৩২ দিন যাবত অবস্থান ধর্মঘট পালন করছি। আমাদের দাবি মেনে না নিলে প্রেস ক্লাবের সামনে, আইজিআর অফিস, তেজগাঁও রেজিস্ট্রেশন কমপ্লেক্সের সামনে আমরণ অনশন করবে। আর যদি সরকার দাবি মেনে নেয় তাহলে শনিবার সংবাদ সম্মেলন করে কর্মসূচি স্থগিত করবে।

তিনি বলেন, সাব-রেজিস্ট্রি অফিসে কর্মরত ১৬ হাজার ২৪৬ জন এক্সট্রা-মোহরার/নকলনবিশদের জাতীয়করণের দাবিতে ১৯৮২ সাল হতে আন্দোলন চলছে। স্বাধীনতা পরবর্তী সময়ে মহান সংসদসহ সরকারের বিভিন্ন পর্যায়ের ব্যক্তি ও কর্মকর্তারা নকলনবিশদের চাকরি জাতীয়করণের আওতায় আনার ঘোষণা দিয়েছিলেন। এরপর বহু সরকারের পালাবদল ঘটে, কিন্তু নকলনবিশদের খোঁজ কেউ রাখেনি।

সংবাদ সম্মেলনে সংগঠনের সাধারণ সম্পাদক মো. আল-আমিন হোসেন, সহ-সভাপতি রবিউল ইসলাম রিপন, সাংগঠনিক সম্পাদক আশিকুর রহমান, প্রচার সম্পাদক জাহাঙ্গীর আলম, কোষাধক্ষ্য শামীম আহমেদসহ অনেকে উপস্থিত ছিলেন।

এনএস/এমএএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।