নওগাঁয় ভরতেতুলিয়া গ্রামে বিভিন্ন মাছের শুটকি তৈরিতে ব্যস্ত সময় পার করছেন শ্রমিকরা । চলতি মৌসুমে প্রায় ৮ কোটি টাকারশুটকি মাছ বিক্রির আশা করছেন সংশ্লিষ্টরা । তবে করোনার কারণে এ বছর ভারতে শুটকি রপ্তানী বন্ধ থাকায় দুশ্চিন্তায়ব্যবসায়ীরা । মৎস্য ভাণ্ডার হিসেবে খ্যাত নওগাঁর আত্রাই উপজেলা ।
এই উপজেলার মধ্য দিয়ে বয়ে গেছে আত্রাই নদী । পাশাপাশি রয়েছে শতাধিক বিল । চার দফায় বন্যায় এ বছর মাছের উৎপাদনভালো হওয়ায় শুটকি তৈরিতে ব্যস্ত সময় পার করছেন শুটকি পল্লীর বাসিন্দারা । বর্তমানে ছোট মাছের শুটকি গড়ে ১ শত থেকে ২শত টাকা কেজি দরে বিক্রি হচ্ছে । এখানকার উৎপাদিত দেশীয় বিভিন্ন প্রজাতির ছোট মাছের শুটকির কদর রয়েছে দেশজুড়ে ।
এ শুটকি পার্শ্ববর্তী দেশ ভারতেও রপ্তানী করা হয় । তবে এ বছর করোনার কারণে ভারতে রফতানি বন্ধ থাকায় দুশ্চিন্তায় ব্যবসায়ীরা। সংশ্লিষ্টরা জানান , এ পেশার সঙ্গে জড়িতদের প্রশিক্ষণ দেয়া হচ্ছে । এছাড়া শুটকি তৈরির জন্য বিশুদ্ধ পানি সরবরাহের ব্যবস্থাওকরা হয়েছে ।
মৎস্য অফিসের তথ্য মতে , আত্রাই উপজেলায় প্রায় ৬ শ মেট্রিক