চট্টগ্রামে নগরবাসীর ফেলে দেয়া বর্জ্য দিয়ে জৈব সার তৈরি করছে সিটি কর্পোরেশন । সিটি জৈব সার নামে বাজারজাত হওয়া পণ্যটি সারাদেশে সরবারহ করে কোটি টাকা আয় হচ্ছে তাদের । সিটি প্রশাসক বলছেন , শুধু জৈব সার নয় , সরকাররি সহযোগিতা পেলে বর্জ্য দিয়ে বিদ্যুৎ উৎপাদন সম্ভব । ৭০ লাখ বাসিন্দার শহর চট্টগ্রামে প্রতিদিন ৩ টনেরও বেশি বর্জ্য তৈরি হয় ।
সিটি কর্পোরশনের ২ হাজার কর্মী নিয়মিত বাসাবাড়ি থেকে এসব বর্জ্য সংগ্রহ করেন । প্রতিদিনকার সংগ্রহকৃত এসব বর্জ্য নেয়া হয় হালিশহরের আনন্দবাজার এলাকায় গার্বেজ ট্রিটমেন্ট প্ল্যান্টে । এরপর প্রক্রিয়াজাত করে তৈরি করা হয় জৈব সার ।
গার্ভেজ ট্রিটম্যান্ট প্লান্ট প্রতিদিন প্রায় ১ টন জৈব সার উৎপাদন করে ।আধুনিক প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে শুধু জৈব সার নয় , বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা রয়েছে সিটি কর্পোরেশনের ।
চসিক উৎপাদিত সিটি সার স্বল্পমূল্যে দেশের বিভিন্নস্থানে সরবারহ হলেও স্থানীয় কৃষকরা চাহিদামতো পান না বলে অভিযোগ রয়েছে ।প্রতি কেজি সিটি জৈব সার ডিষ্ট্রিবিউটরদের কাছে বিক্রি হয় ১০ টাকায় ।
কয়েকবার হাত বদলের পর খুচরা বাজারে মূল্য দাড়ায় ৩০ টাকা ।