ঢাকা শহরে কমে যাচ্ছে খেলার মাঠ । আর এ কারণে মাঠে গিয়ে খেলতে না পারায় বাধা গ্রস্থ হচ্ছে শিশুদের শারীরিক ও মানসিকবিকাশ । আর এ কারণে বাড়ছে অভিভাবকদের দুশ্চিন্তা । । বিকেল বেলায় শিশু কিশোররা দল বেধে খেলাধুলা করবে মাঠে ।
এটি ছিল এক সময়ের স্বাভাবিক চিত্র । কিন্তু কোটি মানুষের শহর ঢাকায় , বাড়ছে ইট পাথর আর কনক্রিটের উঁচু ভবন । কমে যাচ্ছেখেলার মাঠ , শিশুদের খেলার সুযোগ । ঢাকার দুই সিটি কর্পোরেশন মিলিয়ে এখন মাঠের সংখ্যা মাত্র ৪২ টি । আবার যে মাঠ গুলোআছে , সেখানেও নেই খেলার পরিবেশ ।
অভিভাবকদের দাবী , শিশুদের সুস্বাস্থ্য আর সুন্দর ভবিষ্যতের জন্যই পর্যাপ্ত খেলার মাঠ নিশ্চিত করতে হবে ।