গত ছয় বছরের মধ্যে এই প্রথম ভারতে কোনও আন্দোলন সরকারকে রীতিমতো চাপে ফেলেছে

0
3

ভারতে কৃষকদের বিক্ষোভের মুখে তিনটি বিতর্কিত কৃষি আইন সংশোধন করতে প্রতিশ্রুতি দিয়েছে মোদি সরকার কিন্তু এই তিনআইন বাতিলের দাবিতে আন্দেলন থেকে সরে দাড়াতে অনঢ় রয়েছেন কৃষকরা

বৃহস্পতিবার কৃষক নেতাদের সঙ্গে বৈঠকে বসে সরকার তবে বৈঠকে সাত ঘণ্টা ধরে আলোচনার পরেও সমাধান আসেনি দুপুরে মধ্যাহ্নভোজের বিরতির সময় সরকারের দেওয়া খাবার খেতেও অস্বীকার করেন কৃষক নেতারা আবার শনিবার বৈঠকে বসবে উভয়পক্ষ

গত ছয় বছরের মধ্যে এই প্রথম ভারতে কোনও আন্দোলন সরকারকে রীতিমতো চাপে ফেলেছে দেশটির কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং  জানিয়েছেন , সরকার কৃষকদের আরও আইনি অধিকার দেবে

তবে কৃষক নেতারা জানিয়েছেন , তাদের আর আলোচনা করার কিছু নেই সরকার আইন বাতিল না করলে আন্দোলন চালিয়েযাবে তারা