করোনাভাইরাসের সংক্রমণ কমিয়ে আনতে যুক্তরাষ্ট্রের জনগণকে ১০০ দিন মাস্ক পরার জন্য বলবেন নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন । বৃহস্পতিবার সিএনএনকে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি বলেন , রাষ্ট্রপতির শপথ গ্রহণ করেই দেশবাসীকে এই আহ্বান জানাবেন তিনি ।এছাড়া শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউসিকে প্রধান স্বাস্থ্য উপদেষ্টা হিসেবে চান বলে জানান বাইডেন ।
একই সাক্ষৎকারে উপস্থিত বাইডেনের রানিং মেট কামালা হ্যারিস জানান , তারা পূর্ণ অংশিদারিত্বে কাজ করে যাচ্ছেন । যুক্তরাষ্ট্রে রেকর্ড সংখ্যক ১ কোটি ৪৫ লাখেরও বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন । এদের মধ্যে ২ লাখ ৮২ হাজার মানুষের মৃত্যু হয়েছে । এমন পরিস্থিতিতে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বগ্রহণের পরই মার্কিন জনগণকে ১০০ দিনের জন্য মাস্ক পড়ার আহ্বান করবেন বলে জানালেন নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন ।
বৃহস্পতিবার সিএনএনকে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি একথা বলেন ।আমি মনে করি প্রত্যেক আমেরিকান যদি মুখ ঢেকে রাখে তাহলে করোনা আক্রান্তের সংখ্যা উল্লেখযোগ্য সংখ্যায় কমে আসবে । তাই সবাইকে বলবো, সারাজীবনের জন্য নয় , আপনারা মাত্র ১০০ দিনের জন্য মাস্ক পরে থাকুন । বাইডেন জানান , তার প্রশাসন ক্ষমতা গ্রহণ করার পর তিনি প্রতিটি সরকারি দফতর ও গণপরিবহণে মাস্ক পরা বাধ্যতামূলক করবেন ।
একইসঙ্গে যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউসিকে তার কাজ চালিয়ে যাওয়ার অনুরোধ করার পাশাপাশি নিজের প্রধান মেডিকেল উপদেষ্টা হিসেবে চান বলে জানালেন জো বাইডেন । একই সাক্ষাৎকারে নবনির্বাচিত ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস জানান , তারা নতুন সরকার গঠন করতে প্রক্রিয়াধীন সবকিছু অংশিদারিত্বের ভিত্তিতে করছেন ।
জো বাইডেনও জানান , কোন বিষয়েই তিনি একক সিদ্ধান্ত নিচ্ছেন না । প্রত্যেকটি বিষয় তিনি সর্বপ্রথম কামালার সাথে আলোচনা করেন ।