নিলামে বিক্রি হলো জেমস বন্ড অভিনেতা শন কনারী ব্যবহৃত ওয়াল্টার পিপি সেমি – অটোমেটিক পিস্তলটি

0
7

সর্বকালের সেরা জেমস বন্ড মুভিগুলোর অন্যতম অভিনেতা ছিলেন শন কনারী । এই একশনধাঁচের সিনেমাগুলোর বেশকটিতেই একটি বিশেষ ছোট আকারের পিস্তল দেখানো হয়েছিল । ওয়াল্টার পিপি এই সেমি – অটোমেটিক পিস্তলটি এবার ২ লাখ ৫৬ হাজার ডলারে নিলামে বিক্রি হলো ।বৃহস্পতিবার বেভারলি হিলসে জুলিয়েন’স অকশন হাউস এই নিলামের আয়োজন করে ।

১৯৬২ সালে ‘ ডক্টর নো ‘ মুভিতে এই পিপিকে এর সবচেয়ে ছোট মডেলের এই পিস্তলটি প্রথম ব্যবহার করেন কনারী । ৬০ এর দশকের সেরা জেমস বন্ড মুভির অভিনেতা শন কনারী গেলো ৩১ অক্টোবর ৯০ বছর বয়সে মারা যান ।এছাড়াও জুলিয়েন অকশনে ‘ টপ গান ‘ সিনেমায় টম ক্রুজের ব্যবহৃত একটি হেলমেট ১ লাখ ৮ হাজার ডলারে এবং

‘ পাল্প ফিকশন ‘ মুভিতে ব্রুস উইল ব্যবহৃত একটি তলোয়ার ৩৫ হাজার ২শো ডলারে বিক্রি হয়েছে ।