আওয়ামীলীগে শুদ্ধি অভিযান চলবে; দলীয় পরিচয়ে অপরাধের কোনো সুযোগ নেই

0
4

অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে শেখ হাসিনা স্বপ্রণোদিত হয়ে যে শুদ্ধি অভিযান শুরু করেছিলেন তা এখনো চলমান আছে। ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে। এমনটি জানিয়েছেন আওয়ামীলীগের সাধারন সম্পাদক ওবায়দুল কাদের।

সকালে এক ব্রিফিংয়ে তিনি বলেছেন, দলীয় পরিচয়ে অপরাধের কোনো সুযোগ নেই। দল কখনো কোনো অপরাধীকে রক্ষার ঢাল হবে না। অভিযোগের প্রমাণ পাওয়া মাত্রই সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের হুশিয়ারি দেন ওবায়দুল কাদের।

তিনি আরো বলেন, বিভিন্ন পর্যায়ের জনপ্রতিধিনি যারা দলীয় দায়িত্ব পালন করছেন তাদের কার্যক্রম গুরুত্ব সহকারে মনিটর করা হচ্ছে। আরো জানিয়েছেন , সবার পারফরমেন্সের রিপোর্ট রয়েছে সভাপতি শেখ হাসিনার হাতে।