জম্মু কাশ্মীরের রাজধানী শ্রীনগরে বন্দুকধারীদের গুলিতে প্রাণ হারিয়েছেন ভারতের ২ সেনা সদস্য।
সেনা মুখপাত্র কর্নেল রাজেশ কালিয়া জানান, নিয়মিত টহল চালানোর সময় নিরাপত্তা বাহিনীর গাড়িতে এলোপাথাড়ি গুলি চালানো হয়। এতে দুই সেনা গুলিবিদ্ধ হয়। গুলিবিদ্ধ অবস্থায় সেনা সদস্যদের হাসপাতালে নেয়া হলে সেখানে তাদের মৃত্যু ঘটে।
হাম্লাকারীদের সন্ধানে চলছে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ তল্লাশি অভিযান। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে এটি স্বাধীনতাকামী সংঘটনের চালানো হামলা।
গত নভেম্বরের ১৩ তারিখও নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারত পাকিস্তানের বন্দুকযুদ্ধে প্রাণ হারান ৯ বেসামরিক বাসিন্দা ও ৬ সামরিক সদস্য।