ওয়ানডের পর এবার আইসিসি টি-২০ র্যাঙ্কিংয়েও ফিরলেন সাকিব আল হাসান। সবশেষ প্রকাশিত অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে ২৬৮ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছেন সাকিব।
আইসিসির নিষেধাজ্ঞার পর গেল বছর ১১ই নভেম্বর র্যাঙ্কিং থেকে বাদ দেয়া হয় সাকিবকে। এরপর নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরা সাকিব ফিরেন ওয়ানডে র্যাঙ্কিংয়ে শীর্ষ অলরাউন্ডার আসনে।
পাকিস্তানের বিপক্ষে যিম্বাবুয়ের টি-২০ সিরিজ শেষে নতুন র্যাঙ্কিং প্রকাশ করেছে আইসিসি। যেখানে ২৬৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে আছেন সাকিব। আগের থেকে ৮৭ র্যাটিং পয়েন্ট কমেছে তার।
২৯৪ পয়েন্ট নিয়ে অলরাউন্ডার ক্যাটাগরিতে শীর্ষে আফগানিস্তানের ক্রিকেটার মোহাম্মদ নবী।