কুমিল্লায় যুবলীগ নেতা জিল্লুর রহমান জিলানী হত্যার ঘটনায় ওয়ার্ড কাউন্সিলরকে প্রধান আসামী করে মামলা হয়েছে। গতকাল রাতে সদর দক্ষিণ থানায় নিহতের ভাই বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
এই মামলায় ২৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আবুল হাসান সহ ২৪ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাত আসামী করা হয়েছে আরো ১০ থেকে ১৫ জনকে।
গতকাল সদর দক্ষিণের চোয়াড়া সড়কে ওয়ার্ড যুবলীগ নেতাকে স্ত্রীর সামনে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। আধিপত্য বিস্তারের জেরে তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা পুলিশের।