টঙ্গীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে শ্রমিক নিহত

0
6


টঙ্গীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে এক পোশাক শ্রমিক নিহত হয়েছেন। বুধবার (৯ জুলাই) রাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের আব্দুল্লাহপুর ফ্লাইওভার থেকে সেনা কল্যাণ ভবনগামী সংযোগ সড়কে এ ঘটনা ঘটে।

নিহত মাহফুজুর রহমান (২১) বরিশাল সদর উপজেলার হায়াতসার গ্রামের ফরিদ উদ্দিনের ছেলে। তিনি টঙ্গী পূর্ব থানাধীন ব্লু ফ্যাশন কারখানায় কাজ করতেন।

পুলিশ জানায়, রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে আব্দুল্লাহপুর ফ্লাইওভার থেকে সেনা কল্যাণ ভবনগামী নামার সংযোগ রাস্তার মাঝামাঝি সড়ক ও জনপদ অফিসের সামনে পৌঁছা মাত্র অজ্ঞাতনামা দুষ্কৃতিকারীরা মাহফুজুর রহমানকে আক্রমণ করে। এসময় তার ডান পায়ের উরুর পেছনে ধারালো অস্ত্র দিয়ে ছুরিকাঘাত করে তারা।

ঘটনার সময় ডিউটিরত পুলিশ সদস্যরা তাকে আহত অবস্থায় অটোরিকশায় তুলে দিলে চালক তাকে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক মৃত ঘোষণা করেন। চিকিৎসকরা জানান, অতিরিক্ত রক্তক্ষরণে মাহফুজুর রহমান মারা যান।

টঙ্গী পশ্চিম থানার উপ-পরিদর্শক (এসআই) মোজাম্মেল হক জানান, খবর পেয়ে নিহতের মরদেহ সুরতহাল করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ভিকটিমের ব্যাগ যেহেতু সঙ্গে পাওয়া গেছে তাই ছিনতাই নাকি অজ্ঞাত কোনো কারণে তিনি নিহত হয়েছেন সেটি নিশ্চিত হওয়া যায়নি।

মো. আমিনুল ইসলাম/জেডএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।