শত কোটি টাকা মূল্যের দেবোত্তর মন্দিরের জমি দখলের অভিযোগ মেয়র আইভীর বিরুদ্ধে

0
4
নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জে শত কোটি টাকা মূল্যের দেবোত্তর সম্পত্তি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে সিটি করপোরেশনের বর্তমান মেয়র তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে।

এই দেবোত্তর সম্পত্তি উদ্ধার করে মন্দির কর্তৃপক্ষের কাছে বুঝিয়ে দেয়ার দাবি জানিয়েছে হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ এবং পূজা উদযাপন কমিটির নারায়ণগঞ্জ জেলা ও মহানগর শাখা। ঘাতক দালাল নির্মূল কমিটিসহ বিভিন্ন সংগঠন সংহতি প্রকাশ করে এই মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন।

বুধবার দুপুর ১টা থেকে জেলার বিভিন্ন এলাকার হিন্দু সম্প্রদায়ের নারী-পুরুষ খন্ড খন্ড মিছিল নিয়ে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচিতে এসে যোগ দেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন নগরীর দেওভোগ আখ্যা এলাকার কয়েকশো বছরের পুরনো রাজা লক্ষী নারায়ণ জিওর বিগ্রহ মন্দির ও প্রায় চার একর জায়গায় একটি প্রাচীন পুকুর সহ বিপুল পরিমাণ দেবোত্তর সম্পত্তি শতবছর ধরে দেখভাল করছে মন্দিরের সেবায়ত মন্দির কমিটি।

ভূমি জরিপে এই সম্পত্তিটি দেবোত্তর সম্পত্তি হিসেবে রেকর্ডভুক্ত হয়। কিন্তু পচাত্তরের পর স্থানীয় একটি চক্র এই পুকুরটি দখল করতে মরিয়া হয়ে উঠে। বিভিন্ন সময় জাল ও নকল দলিল তৈরী করে দখলের চেষ্ঠাও করা হয়। অভিযোগের আঙুল নারায়ণগঞ্জের বর্তমান মেয়র ও তার পরিবারের বিরুদ্ধে।

দেবোত্তর সম্পত্তি রক্ষায় দায়ের করা মামলায় উঠিয়ে নিতে ক্রমাগত হুমকি দিচ্ছেন বলে অভিযোগও রয়েছে। মানববন্ধন শেষে নেতৃবৃন্ধ প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে লেখা স্মারকলিপিটি জেলা প্রশাসকের কাছে উপস্থাপন করেন। স্মারকলিপিটি প্রধানমন্ত্রীর কাছে প্রেরণ সহ দেবোত্তর সম্পত্তি নিয়ে চলমান বিরোধ আইন মোতাবেক সমাধান হবে বলে আশা প্রকাশ করেন জেলা প্রশাসক।