কিশোরগঞ্জের করিমগঞ্জে নৌকায় করে আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাওয়ার পথে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় রোববার বিকেলে করিমগঞ্জ থানায় মামলা করেন নির্যাতনের শিকার নারী।
শনিবার নৌকায় করে আত্মীয়ের বাড়িতে যাওয়ার পথে তুষারভুষ্ণাকান্দা গ্রামের বিলে এই ঘটনা ঘটে। অভিযোগ মাঝির সহযোগিতায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ করে সহযাত্রী বোরহান উদ্দিন।
রাতে অটোরিক্সায় তুলে দিতে গেলে নারীর চিৎকারে ছুটে আসে আশপাশের লোকজন। অভিযুক্ত বোরহানকে আটক করেছে পুলিশ।