বিনিয়োগ কোটায় বিদেশের নাগরিকত্ব পাওয়াদের তালিকা চেয়েছে দূর্নীতি দমন কমিশন। সম্প্রতি পররাষ্ট্রমন্ত্রণালয়ে এ বিষয়ে চিঠি দিয়েছে দুদক।
পররাষ্ট্রমন্ত্রণালয়কে দেয়া দুদকের চিঠিতে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানের গবেষণা ও প্রকাশিত প্রতিবেদনে মানি লন্ডারিংয়ের কথা বলা হয়েছে। এতে বলা হয়েছে ২০১৫ সালে বাংলাদেশ থেকে পাচার হয়েছে প্রায় ১ হাজার ১৫১ কোটি ডলার। যা দেশী মুদ্রায় ৯৮ হাজার কোটি টাকা।
চিঠিতে বলা হয়েছে আমদানি-রপ্তানি বাণিজ্য, হুন্ডি, ব্যাংক ক্যাশ ট্র্যান্সফারের মাধ্যমে বাংলাদেশ থেকে প্রতি বছর বিপুল পরিমাণ অর্থ পাচার হয়ে যাচ্ছে।