বিয়ের প্রলোভন দেখিয়ে নবম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ; গ্রেফতার ১

0
7

গত ১৫ই অক্টোবর ফেনীর সোনাগাজী থানায় কয়েকজনের বিরুদ্ধে সঙ্ঘবদ্ধ ধর্ষণের অভিযোগ দেয় নবম শ্রেণীর এক ছাত্রী। তাকে লিখিত এজহার দেয়ার কথা বললে পরে আর যোগাযোগ করে নি সে।

নির্যাতিতার অভিযোগ সংবলিত একটি ভিডিও নজরে আসলে ঘটনার তদন্তে মাঠে নামে পুলিশ। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ের বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য।

পুলিশ জানায়, নবম শ্রেণীতে পড়ুয়া ওই ছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল প্রতিবেশী সাকিবের। গত ২৮শে আগস্ট বাড়িতে একা পেয়ে তাকে ধর্ষণ করে সে। এর পর সে শর্ত দেয় প্রতিপক্ষের বিরুদ্ধে সঙ্ঘবদ্ধ ধর্ষণের মামলা করলেই তাকে বিয়ে করবে সে।

পরে নির্যাতিতা মামলা করলে অভিযুক্ত সাকিবকে গ্রেফতার করে পুলিশ। জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্র্যাটের আদালতে তুলা হলে তাকে ২ দিনের রিমান্ড দেন বিচারক।

এর আগে ২০১৭ সালের ২৯ শে সেপ্টেম্বর ফেনী শহরের একটি আবাসিক হোটেলে প্রবাসীর স্ত্রী সহ আপত্তিকর অবস্থায় সাকিবকে আটকের পর ২০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।