তৃতীয় শ্রেণী পাস শ্বশুড় ও এএসসি পাশ মেয়ের জামাই এর ডেন্টাল ক্লিনিক

0
6

তৃতীয় শ্রেণী পাস শ্বশুড় ও এএসসি পাশ মেয়ের জামাই মিলে পরিচালনা করছিলেন ডেন্টাল ক্লিনিক । শ্বশুড় ঔষধের নাম লিখতে পারেন না , তিনি বলেন আর লিখেন মেয়ের জামাই ।

এরপর প্রেসক্রিপশনে স্বাক্ষর করেন শ্বশুড় । এভাবে গেল মার্চ মাস থেকে ডেন্টাল ক্লিনিক খুলে প্রতারণা করে আসছিলেন শ্বশুড় নূর হােসেন ও তার মেয়ের স্বামী জাহিদুল ইসলাম । রাজধানীর খিলগাঁও তিলপাপাড়া এলাকায় সােমবার দুপুরে অভিযান চালিয়ে এ দুজনকে গ্রেফতার করে র‍্যাব ।

নূর হােসেনকে ২ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও জাহিদুল ইসলামকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন রযাবের ভ্রাম্যমান আদালত ।