দ্রুত মাঙ্কিপক্স ছড়িয়ে পড়ায় ‘জরুরি জনস্বাস্থ্য সতর্কতা’ জারি করলো যুক্তরাষ্ট্র। দেশটিতে মাঙ্কিপক্স শনাক্ত হয়েছে ৬ হাজার ৬০০ জন। খবর বার্তা সংস্থা রয়টার্সের।
এই ঘোষণায় ভ্যাকসিনের বণ্টন, মাঙ্কিপক্সের চিকিৎসা এবং রোগটি ঠেকাতে কেন্দ্রীয় সরকারের উদ্যোগ ত্বরান্বিত হবে। সংক্রামক রোগটিতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত নিউইয়র্ক। গেল সপ্তাহেই রাজ্যটি জারি করেছে জরুরি স্বাস্থ্য সতর্কতা। পরের অবস্থানেই রয়েছে ক্যালিফোর্নিয়া ও ইলিনয়।
চলতি বছর বিশ্বের ৭৫টি দেশে শনাক্ত হয়েছে ২৬ হাজারের বেশি সংক্রমণ। গেল মাসেই মাঙ্কিপক্সের বিস্তার ঠেকাতে জরুরি স্বাস্থ্য সতর্কতা জারি করে ডব্লিউএইচও। এ রোগে প্রচণ্ড জ্বর, মাথা-মাংসপেশিতে ব্যথার পাশাপাশি শরীরে ফুসকুড়ি দেখা দেয়। তবে মৃত্যুর সম্ভাবনা খুব কম। আক্রান্ত ব্যক্তির সাথে শারীরিক সম্পর্ক স্থাপন বা সংস্পর্শে আসার মাধ্যমে ছড়ায় রোগটি। গুটি বসন্তের টিকা মাঙ্কিপক্সের প্রতিরোধক।
যুক্তরাষ্ট্রের মুখ্য স্বাস্থ্যবিদ ডক্টর অ্যান্থনি ফাউচি বলেন, দেশ ও জাতির জন্য এটা অত্যন্ত জরুরি সংকেত। তার মানে হলো মাঙ্কিপক্সের বিস্তারের সামনে আমাদের অবস্থান কিছুটা নাজুক। সুতরাং সর্বোচ্চ গুরুত্ব দিয়ে রোগটির বিস্তার ঠেকাতে হবে। ব্যক্তিগত পর্যায়ে প্রয়োজন সচেতনতা। আর দ্রুত সরকারি পদক্ষেপ গ্রহণ এবং বাজেট নির্ধারণের জন্যেই ‘জরুরি জনস্বাস্থ্য সতর্কতা’ জারি। এর ফলে তহবিল বরাদ্দ সহজ হয়।
আরও পড়ুন: মাকড়সা পোড়াতে গিয়ে দাবানল, গ্রেফতার যুবক
ইউএইচ/