তাইওয়ান প্রণালীতে সামরিক মহড়া চালানো চীনের সার্বভৌম অধিকার: রাশিয়া

0
1


ছবি: সংগৃহীত

তাইওয়ান প্রণালীতে সামরিক মহড়া চালানো চীনের সার্বভৌম অধিকার। বৃহস্পতিবার এভাবেই মিত্রকে সমর্থন জানালো রাশিয়া। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, তাইওয়ান ঘিরে যে উত্তেজনা সৃষ্টি হয়েছে, তা পুরোপুরি কৃত্রিম। যুক্তরাষ্ট্রের তৈরি করা সংকট। মার্কিন স্পিকারের ওই অঞ্চল সফর অপ্রয়োজনীয় এবং উসকানিমূলক। চীন গোটা প্রণালীজুড়ে যে সামরিক মহড়া চালাচ্ছে, সেটা তাদের সার্বভৌম অধিকার।

এদিকে, তাইওয়ান প্রণালীতে জোরালো সামরিক মহড়া চালাচ্ছে চীন। বৃহস্পতিবার ১১টি শক্তিশালী ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে বেইজিং, এমন অভিযোগ করেছে তাইওয়ান।

তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতি অনুযায়ী, উত্তর-দক্ষিণ ও পূর্ব উপকূলীয় জলসীমার কাছে ছোড়া হয়েছে ক্ষেপণাস্ত্রগুলো। দংফেং মিসাইলগুলোর আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে মাতসু দ্বীপ।
আরও পড়ুন: তাইওয়ান প্রণালীতে চলছে চীনের জোরালো সামরিক মহড়া
ইউএইচ/