স্টাফ করেসপনডেন্ট, নরসিংদী:
নরসিংদীতে বিদ্যুৎস্পৃষ্টে নূরুল ইসলাম (৩২) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে সুজন মিয়া (৩০) নামের আরেক নির্মাণ শ্রমিক।
বৃহস্পতিবার (৪ আগস্ট) দুপুরে জেলার পলাশ উপজেলার ঘোড়াশাল বাজার এলাকায় নির্মাণাধীন একটি ভবনে কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে। নিহত নূরুল ইসলাম ঘোড়াশাল পৌর এলাকার ফুলদিরটেক গ্রামের রমিজ উদ্দিনের ছেলে। অপরদিকে আহত সুজন মিয়া ঘোড়াশাল মিয়া পাড়া গ্রামের জাবেদ আলীর ছেলে। তাকে সংকটাপন্ন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সকালে ঘোড়াশাল বাজার এলাকার সার ব্যবসায়ী মহিউদ্দিনের নির্মাণাধীন তিন তলা ভবনে কাজ করছিলেন দুই নির্মাণ শ্রমিক। হঠাৎ ওই ভবনের বৈদ্যুতিক খুঁটির তারে রড লেগে তারা বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে আশঙ্কাজনক অবস্থায় সহকর্মীরা তাদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিলে সেখানে কর্তব্যরত ডাক্তার নূরুল ইসলামকে মৃত বলে জানায়।
এদিকে আহত সুজন মিয়ার শারীরিক অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শেখ হাসিনা বার্ন ইউনিটে রেফার করা হয়েছে।
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াছ জানান, বিদ্যুৎস্পৃষ্টে একজন নিহত ও একজন আহতের ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এছাড়া তদন্তপূর্বক পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এটিএম/