সিলেটের জকিগঞ্জে পুলিশের অভিযানে এক হাজার ২০০ পিস ইয়াবাসহ এক যুবককে আটক করা হয়েছে।
শনিবার (৪ জানুয়ারি) সকালে থানা এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক যুবকের নাম তারেক আহমদ। তিনি উপজেলার দক্ষিণ নোয়াগাঁও এলাকার নুরুল ইসলামের ছেলে।
জকিগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মাহমুদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে গত ১৩ ডিসেম্বর ‘ছদ্মনামে দেশে ঢুকছে ইয়াবা, ‘নিরাপদ রুট’ সিলেটের জকিগঞ্জ’ শীর্ষক প্রতিবেদন প্রকাশ করা হয় জাগো নিউজে। পরে নড়েচড়ে বসে জকিগঞ্জ থানা পুলিশ। মাদকের বেশ কয়েকটি চালানসহ কয়েকজনকে আটক করা হয়েছে।
পুলিশ কর্মকর্তা মাহমুদ হোসেন জাগো নিউজকে বলেন, আটকের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।
আহমেদ জামিল/এসআর/জেআইএম