ছবি: সংগৃহীত।
২০১৯ সালে বাংলাদেশ-জিম্বাবুয়ে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ৩২ বলে ৫৭ রান করে টাইগারদের ম্যাচ হারের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছিলেন রায়ান বার্ল। সাকিব আল হাসানের ক্যারিয়ারের সব থেকে হতাশাজনক ওভার এসেছিল বার্লের সেই ইনিংসের কারণেই। সাকিবের ১ ওভারে ৩০ রান নিয়েছিলেন বার্ল। কিন্তু সেই ম্যাচে দলীয় পারফরম্যান্সের কারণে জিততে পারেনি জিম্বাবুয়ে।
এবার হারারেতেও রুদ্রমূর্তির সেই বার্লকে আবারও দেখলো ক্রিকেট বিশ্ব। কিন্তু বোলারটা ভিন্ন, এবার লজ্জায় ডুবেছেন নাসুম আহমেদ। এই বাহাতির এক ওভারে ৩৪ রান তুলে বাংলাদেশের বিপক্ষে জিম্বাবুয়ের প্রথম টি-টোয়েন্টি সিরিজ জয়ের নায়ক বনে গেছেন বার্ল। জয় উদযাপন করতে হারারে স্পোর্টস ক্লাবের দ্যা সেঞ্চুরিয়ান পাব এন্ড গ্রিলে সময় কাটাচ্ছিলেন বার্ল। সেখানেই শোনালেন নিজের পারফরম্যান্সের গোপন রহস্য।
বার্লের ভাষ্য, আমার জন্য আদর্শ ম্যাচ ছিল এটি। বাঁহাতি স্পিনার দেখেই আমি ঠিক করে ফেলেছিলাম এই ওভারে ২০ এর ওপরে রান করবো। দ্বিতীয় ম্যাচে আমি রিস্ক নেইনি, তাই আমার দলও জেতেনি। কিন্তু এবার আমি কোচ ক্লুজনারকে জিজ্ঞাসা করি, আমার কী করা উচিত। কোচ আমাকে বলেছেন মারো অথবা মরো। আমি তেমনটাই করেছি। এ ধরনের ইনিংসের শুরুটা হয় ৬ দিয়ে এরপর বল বুঝে ৬, ৪ কিংবা ২ রান এভাবেই আমি ইনিংস খেলার চেষ্টা করি।
জয়ের পর বাংলাদেশের অফস্পিনারদের খোঁচা মারতেও ছাড়েননি বার্ল। বলেছেন, দলে আমরা সবাই মজা করছিলাম যে, এখন সাকিব কই? সে এই সফরে এলো না যে? আজ নাসুমের ওভারে ৩৪ নিয়েছি। কে জানে, সে-ও হয়তো সাকিবের মতো পরেরবার জিম্বাবুয়ে সফরে আসবে না।
জেডআই/