ফ্লাইটের অভাবে কর্মস্থলে ফিরতে পারছেন না দেশে আসা প্রবাসীরা!

0
9
বাংলাদেশ বিমান

স্বাস্থ্যবিধি মেনে গত ১৬ই জুন থেকে আন্তর্জাতিক রুটে সীমিত পরিসরে ফ্লাইট চালুর পর শুরুতেই শুধু বাংলাদেশ বিমান ও কাতার এয়ারওয়েজকে অনুমোদন দেয় সিভিল এভিয়েশন।

এরপর কিছু দেশ বিমান চলাচলে কিছু দেশ নিষেধাজ্ঞা তুলে নিলেও নানা শর্তের কারণে এখন পর্যন্ত মাত্র ১০ টি গন্তব্যে ১২ টি এয়ারলাইন্সের সরাসরি ফ্লাইট যাচ্ছে।

ফলে করোনা মহামারিতে দেশে আসা মধ্যপ্রাচ্য প্রবাসীদের বড় অংশই এখনো কর্মস্থলে ফিরতে না পেরে চরম উৎকন্টায় আছেন।

আরব আমিরাতের পর বাংলাদেশী কর্মীদের জন্য এবার ফ্লাইট খুলেছে ওমান ও বাহরাইন। শর্ত সাপেক্ষে কর্মী নিচ্ছে কাতারও। এই প্রেক্ষাপটে ৭ই সেপ্টেম্বর থেকে ওমান এয়ার, গালফ এয়ারকে ফ্লাইট পরিচালনার অনুমতি দিয়েছে সিভিল এভিয়েশন।

যাত্রী ফেরত পাঠানোর পর আবু ধাবিতে বন্ধ করে দেয়া ফ্লাইট পুনরায় চালু করেছে বাংলাদেশ বিমান। তবে শুধু আবু ধাবির আইডেন্টিটি ও সিটিজেনশিপ অথরিটির গ্রিন সিগনাল ও ইমিগ্রেশন থেকে চূড়ান্ত ভাবে বোর্ডিং পাস পাওয়া যাত্রীরাই যেতে পারবেন।

৭ সেপ্টেম্বর থেকে কাতারের দোহায়ও ফ্লাইট চালু করছে বিমান বাংলাদেশ। মার্চ পর্যন্ত আকাশ পথে দেশে আসা ৭ লক্ষাধিক যাত্রীর মধ্যে ইউরোপ, আমেরিকার প্রবাসীরা ফেরা সুযোগ পেলেও আটকা পড়েছেন সিংহভাগ মধ্যপ্রাচ্য প্রবাসী। অনেকেই চাকরি হারিয়ে প্রতিদিনই বিশেষ ফ্লাইটে মধ্যপ্রাচ্য থেকে দেশে ফিরছেন।


আরো পড়ুনঃ আরো ১ বছর বার্সালোনা ক্লাবেই থাকছেন মেসি

আমাদের ফেইসবুক পেইজঃ আমরা মৌলভীবাজারি – Amra Moulvibazari