ডকইয়ার্ডে নোঙ্গরের সময় কাত হয়ে পড়লো ৩ হাজার টন ওজনের জাহাজ। যুক্তরাজ্যের এডিনবরা বন্দরে এ দুর্ঘটনা ঘটেছে। খবর রয়টার্সের।
কর্তৃপক্ষ জানায়, বুধবার (২৩ মার্চ) দুপুরের দিকে ইমপেরিয়াল ডকইয়ার্ডে ভিড়ছিল যুক্তরাষ্ট্রের মালিকানাধীন ‘পেটরেল’ নামের জাহাজটি। হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা খেয়ে ৪৫ ডিগ্রি কোণে বেঁকে পড়ে আড়াইশ ফুট দীর্ঘ জাহাজ। এ ঘটনায় আহত হয় কমপক্ষে ৩৫ জন। দ্রুত উদ্ধার অভিযানে যোগ দেয় জরুরি বিভাগ। আহতদের হাসপাতালে নেয়া হয়েছে।
জাহাজ সরাতে শুরু হয়েছে বিশাল কর্মযজ্ঞ। এ ঘটনার কারণে বাধাগ্রস্ত হচ্ছে বন্দরটির নৌ চলাচল। সাধারণ মানুষকে ওই এলাকা এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ। এডিনবরায় অবস্থিত মার্কিন কনস্যুলেট জানায়, পরিস্থিতি পর্যবেক্ষণ করছে তারা।
/এমএন